Logo
Logo
×

খেলা

কিছু ক্রিকেটার আছে যাদের সুযোগ দরকার: রাজ্জাক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৪, ১১:২১ এএম

কিছু ক্রিকেটার আছে যাদের সুযোগ দরকার: রাজ্জাক

আগস্টের শুরুতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে তারা। এ দলে থাকবেন মোসাদ্দেক সৈকত, সৌম্য, বিজয়দের পাশাপাশি তরুণ ক্রিকেটাররাও। সফরের শুরুতে টেস্ট ম্যাচ খেলবে মুমিনুলরা। এর পর রয়েছে ওয়ানডে ম্যাচ।

তরুণদের পাশাপাশি মোসাদ্দেক-সৌম্য-বিজয়দের জন্য এই সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন নির্বাচক আব্দুর রাজ্জাক। মঙ্গলবার (৩০ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

রাজ্জাক বলেন, ‘আসলে পারফরম্যান্স দেখা হয়েছে, কিছু ক্রিকেটার আছে যাদের সুযোগ দরকার। যেহেতু ‘এ’ দলের হয়ে একাধিক খেলা পাওয়া যাচ্ছে এটা আমাদের প্লেয়ারদের জন্য বড় সুযোগ। যেমন তরুণদের জন্য, তেমন যারা মাঝপথে আছে তাদেরও অনুশীলনের দরকার, সেসব ক্রিকেটারদের জন্য।’  

আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থনে আশরাফুলের প্রোফাইলও লাল

পাকিস্তান সফরের আগে ‘এ’ দলের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে চট্টগ্রামে চলছে প্রস্তুতি ক্যাম্প। অনুশীলন শেষে এখন নিজেদের মধ্যে ভাগ হয়ে ক্রিকেটাররা প্রস্তুতি ম্যাচ খেলছেন। এ ছাড়া এইচপির অস্ট্রেলিয়া সফরে চার দিনের ম্যাচ শেষ হলেও বাকি আছে ওয়ানডে ও টি-টোয়েন্টি। 

আগামী ৬ আগস্ট পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ ‘এ’ দল। ১০ ও ১৭ আগস্ট দুইটি চারদিনের ম্যাচ আয়োজিত হবে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩, ২৫ ও ২৭ আগস্ট। সবগুলো ম্যাচ আয়োজিত হবে ইসলামাবাদে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম