Logo
Logo
×

খেলা

ওয়াকার ইউনুসের সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করতে চান পিসিবি চেয়ারম্যান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৯:২১ পিএম

ওয়াকার ইউনুসের সঙ্গে দায়িত্ব ভাগাভাগি করতে চান পিসিবি চেয়ারম্যান

ওয়াকার ইউনুস ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ঢেলে সাজানো হচ্ছে পাকিস্তান ক্রিকেটকে। এরই অংশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি নিজের দায়িত্ব ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, বোর্ডের ক্রিকেটীয় বিষয়গুলো দেখভালের দায়িত্ব ওয়াকার ইউনুসকে দিতে যাচ্ছেন তিনি।

মহসিন নাকভি মূলত পিসিবি’র প্রশাসনিক দিকগুলো দেখতে চান। একইসঙ্গে আন্তর্জাতিক, ঘরোয়া, নির্বাচক কমিটি এবং খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেওয়ার মতো বিষয়গুলোও নিজের অধীনে রাখতে চান তিনি।

আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনেই এখন পরিপূর্ণভাবে মনোনিবেশ করতে চান এই ক্রিকেট কর্তা। তাই দেশের পুরুষ ক্রিকেট দলের বিষয়াদি ওয়াকার ইউনুসকে বুঝিয়ে দিতে চান নাকভি।

ভারতের কাছে হারের পর তুমুল ঝগড়ায় জড়ান ওয়াসিম-ওয়াকার

২০১৪ সালের পিসিবি সংবিধান অনুযায়ী, চেয়ারম্যান চাইলে নিজের দায়িত্বের অংশবিশেষ অন্য যে কারো সঙ্গে ভাগ করে নিতে পারেন।

পিসিবি’র একটি সূত্র সামা টিভিকে জানিয়েছে, ‘জাতীয় দলের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ের দায়িত্বে থাকবেন ওয়াকার ইউনুস। (পাকিস্তানের) ক্রিকেটের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অভিজ্ঞ ক্রিকেটারদের যুক্ত করতে চান মহসিন নাকভি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম