চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ নিয়ে ভারতের গড়িমসি, বিরক্ত আফ্রিদি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
লম্বা সময় পর আইসিসির কোনো আসর হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। ২০২৫ সালে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দারুণ কিছুর স্বপ্ন দেখছে দেশটি। এরই মধ্যে তিনটি ভেন্যু প্রস্তুত করতে ১২.৮০ বিলিয়ন রুপি বরাদ্দ ঘোষণা করেছে পিসিবি। টুর্নামেন্টটি সামনে রেখে খসড়া সূচিও চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান।
সব যখন প্রস্তুত, তখন ভারতকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তানের মাটিতে হতে যাওয়া এই বৈশিক টুর্নামেন্টে ভারত অংশগ্রহণ করবে না বলেই বলা হচ্ছে দেশটির বেশ কিছু গণমাধ্যমে। আর তাতেই বেকায়দায় পড়ে গেছে পাকিস্তান। কেননা সবশেষ এশিয়া কাপেও ভারত বেঁকে বসায় পাকিস্তানকে শেষমেশ বাধ্য হয়ে তাদের ম্যাচগুলো আয়োজন করতে হয়েছিল শ্রীলংকার মাটিতে। আবারও ভারতের এই গড়িমসিতে বিরক্ত আফ্রিদি।
করাচিতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করার প্রশ্নে আফ্রিদি বলেন, ‘আমরা কঠিন পরিস্থিতিতে এবং হুমকি থাকা সত্ত্বেও বেশ কয়েকটি ভারতীয় শহরে খেলতে গিয়েছিলাম। তাহলে তারা কেন আসবে না।’
এর আগে ইংল্যান্ডে লিজেন্ডস লিগ চলার সময়ও ভারতকে পাকিস্তানের মাটিতে স্বাগত জানিয়েছিলেন আফ্রিদি। সেই সময় বিরাট কোহলিদের আতিথেয়তার লোভও দেখিয়েছিলেন তিনি। তখন আফ্রিদি বলেছিলেন— কোহলি একবার পাকিস্তানের মাটিতে পা রাখলে ভারতের কথা ভুলে যাবে। তার মতোই একই কথা কদিন আগে বলেছেন শোয়েব মালিক। পাকিস্তান অনেক অতিথিপরায়ণ বলে ভারতের বর্তমান ক্রিকেটারদের নিজেদের মাটিতে আমন্ত্রণ জানান তিনি।