আমিনুল ইসলাম সুরুজ। ছবি: সংগৃহীত
বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য আমিনুল ইসলাম সুরুজ আর নেই। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
আজ (২৯ জুলাই) সকালে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরুজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ সম্মেলনে এই ফুটবলারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।
সুরুজ জটিল কিডনি রোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার আব্দুল গাফফার।
বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে দেশের দুই শীর্ষ ক্লাব আবাহনী ও মোহামেডানের জার্সিতে মাঠ মাতিয়েছেন সুরুজ। মুক্তিযুদ্ধের সময় একদল মুক্তিকামী ফুটবলার ভারতে গিয়ে গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল। সেই দলের অন্যতম সদস্য ছিলেন আমিনুল ইসলাম সুরুজ।