Logo
Logo
×

খেলা

অলিম্পিকে এশিয়ার জয়জয়কার, শীর্ষে চীন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম

অলিম্পিকে এশিয়ার জয়জয়কার, শীর্ষে চীন

অলিম্পিকে চীনের বহর। ছবি: সংগৃহীত

গত ২৬ জুলাই সিন নদীকে ঘিরে মনোমুগ্ধকর এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে প্যারিস অলিম্পিকের। সাঁতার, ফুটবল, টেনিস, শুটিং সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিপ্লিনের খেলা মাঠে গড়িয়েছে। গেমসের তৃতীয় দিন পর্যন্ত পদক তালিকায় দেখা গেছে এশিয়ার রাজত্ব।

সোমবার (২৯ জুলাই) এই প্রতিবেদন লেখা পর্যন্ত অলিম্পিকে সর্বোচ্চ পদক জিতেছে যুক্তরাষ্ট্র। তাদের পদক সংখ্যা ১২। তবে স্বর্ণপদক মোটে তিনটি। পদক সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে কিছুটা পিছিয়ে চীন। তাদের মোট পদক ৯। তবে এর মধ্যে পাঁচটিই স্বর্ণপদক। সর্বোচ্চ স্বর্ণপদক নিয়ে এখন তালিকার শীর্ষে রয়েছে চীন।

অলিম্পিকে ১৬ বছরের স্কুলছাত্রীর স্বর্ণপদক জয়

স্বর্ণপদকের দিক দিয়ে চীনের পরেই অবস্থান আরেক এশিয়ান দেশ জাপানের। চারটি স্বর্ণপদকের পাশাপাশি দুটি করে রৌপ্য ও ব্রোঞ্জ জয় করেছেন জাপানি অ্যাথলেটরা।

জাপানের সমান চারটি স্বর্ণপদক জয় করেছেন দক্ষিণ কোরিয়ান অ্যাথলেটরাও। মোট ৭ পদক নিয়ে তালিকার তিন নম্বরে অবস্থান করছেন কোরিয়ানরা।

স্বাগতিক ফ্রান্স অবস্থান করছে পদক তালিকার ছয় নম্বরে। তিন সোনা সহ তাদের মোট পদকসংখ্যা ৯।

উল্লেখ্য, ২৬ জুলাই শুরু হওয়া অলিম্পিকের এবারের আসর চলবে ১১ আগস্ট পর্যন্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম