Logo
Logo
×

খেলা

অলিম্পিকে ১৬ বছরের স্কুলছাত্রীর স্বর্ণপদক জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৭:১৫ পিএম

অলিম্পিকে ১৬ বছরের স্কুলছাত্রীর স্বর্ণপদক জয়

বান হিওইন। ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে দক্ষিণ কোরিয়াকে প্রথম স্বর্ণপদক এনে দিয়েছেন ১৬ বছরের স্কুলছাত্রী বান হিওইন। মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে এই পদক জয় করেছেন তিনি।

সোনার লড়াইয়ে বান হিওইনের সামনে ছিলেন চীনের হুয়াং ইউতিং। তার বয়সও বেশি নয়, মোটে ১৭। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাদের দুজনের স্কোর হয় সমান ২৫১.৮। এরপর শুটঅফে সোনাজয়ী চূড়ান্ত হয়।

শুটঅফ জেতার মধ্য দিয়ে স্বর্ণপদক ছুঁয়ে দেখেন হিওইন। আর ১৭ বছরের ইউতিং জয় করেন রূপা। এবারের অলিম্পিকে হিওইনের এটি প্রথম পদক হলেও ইউতিং এর আগেও পদক জিতেছেন।

৫৮ বছর বয়সে অলিম্পিকে অভিষেক!

গত শনিবার সতীর্থ শেং লিহাওকে নিয়ে ১০ মিটার মিক্সড টিম এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন ইউতিং। তবে এবার হিওইনের কাছে হেরে রূপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের ২১ বছর বয়সী শুটার অড্রি গোগনিয়াট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম