ছবি: সংগৃহীত
বিশ্ব মঞ্চে এশিয়ান দলগুলোর সেরা সাফল্য নিশ্চিত করতে বিশ্বকাপের আগে একই ফরম্যাটে এশিয়া কাপ আয়োজন করে এসিসি। যেখানে অংশ নেয় এশিয়ার ৬টি দল। সে হিসাবে আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের এশিয়া কাপের আয়োজন করবে এসিসি। যেই আয়োজনটি হবে এবার ভারতের মাটিতে। যা বলা হয়েছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইনভাইটেশন ফর এক্সপ্রেশন অফ ইন্টারেস্টের এক নথিতে।
আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ মাথায় রেখে টি-টোয়েন্টি সংস্করণেই হবে এই আসর। যেখানে টেস্ট খেলুরে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ছাড়াও বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত একটি দল আসরে অংশ নেবে। এরপর দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। এরপর রাউন্ড রবিন পদ্ধতিতে নিশ্চিত হবে শীর্ষ চার দলের ফাইনাল।
ওই নথিতে আরও বলা হয়েছে, আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশের মাটিতে হবে এশিয়া কাপের পরবর্তী আসর। যেই আসর দুটি সামনে রেখে এরই মধ্যে স্পনসরশিপের জন্য বিজ্ঞাপন দিয়েছে এসিসি।
তবে নথিতে বলা হয়েছে, টুর্নামেন্টের সময়সূচি, তারিখ, ফরম্যাট এবং ভেন্যু সব কিছুই অস্থায়ী। এখানে কোন দায়বদ্ধতা নেই এসিসির। পরে পরিস্থিতির ভিত্তিতে সবকিছুতেই পরিবর্তন আসতে পারে।