সূর্যের কাছে নেতৃত্ব হারানো হার্দিককে যে পরামর্শ দিলেন শাস্ত্রী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে দিলে ধরে নেওয়া হয়েছিল সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াই হবেন ভারতের নতুন অধিনায়ক। তবে শেষ পর্যন্ত গৌতম গম্ভীর তার দলে শ্রীলংকা সফরের জন্য অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন সূর্যকুমার যাদবকে। তার অধীনেই যে আগামীতে খেলতে হবে ভারতকে সেটিও এক রকম নিশ্চিতই বলা চলে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে— হার্দিককে কেন নেতৃত্ব দেওয়া হলো না?
এমন প্রশ্নের উত্তরে দলটির প্রধান নির্বাচক অজিত আগারকার হার্দিকের বেশি চোট প্রবণতার কথা বলেছেন। বিষয়টি যে অমূলক না, সেটি বুঝেন ভারতের সাবেক কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও। এ পরিস্থিতিতে হার্দিককে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি।
হার্দিককে নিয়ে শাস্ত্রী বলেন, ‘এটি খুব গুরুত্বপূর্ণ যে, সে খেলা চালিয়ে যাচ্ছে। আমি বিশ্বাস করি ম্যাচ ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। তাই টি-টোয়েন্টি ক্রিকেট যাই হোক না কেন, যতটা সম্ভব তার খেলা উচিত। আর যদি সে নিজেকে ফিট মনে করে, তবে অবশ্যই সে ওয়ানডেতেও খেলবে।’
বাংলাদেশে হবে আইসিসির বোর্ড মিটিং
এরপর শাস্ত্রী আরও বলেন, ‘তবে এখানে তার বোলিংটা গুরুত্বপূর্ণ। যদি কেউ মাত্র তিন ওভার বোলিং করে, যেখানে আপনাকে ওয়ানডেতে ১০ ওভার বল করতে হয়, তা হলে দলের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়। আপনি যদি প্রতি ম্যাচে ধারাবাহিকভাবে ৮ থেকে ১০ ওভার বল করতে পারেন এবং তারপরে সে যেভাবে ব্যাট করে তা করতে পারে, তবে আমি মনে করি সে ওয়ানডেতেও খেলবে।’
তবে সব কিছুর আগে যে হার্দিকের ফিট থাকটাই আসল সেটাও জানিয়েছেন শাস্ত্রী। যা নিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে— এটা তার ওপর নির্ভর করে। কারণ অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফিট থাকা। আর সে তার শরীর অন্য যে কারও চেয়ে ভালো বোঝে। কাজেই আমি নিশ্চিত, এটি তাকে অনুপ্রাণিত করবে। বিশেষ করে বিশ্বকাপে সে যেভাবে দলকে সাহায্য করেছে, কাজেই তাকে সামনে এগিয়ে যেতে হবে। আর ফিট থাকার জন্য এর বাইরে কোনো অনুপ্রেরণার প্রয়োজন হবে না।’