Logo
Logo
×

খেলা

বৃষ্টির বাধা ডিঙিয়ে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ১০:০৩ এএম

বৃষ্টির বাধা ডিঙিয়ে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত

ছবি: সংগৃহীত

সিরিজ বাঁচাতে এ ম্যাচে জিততেই হতো স্বাগতিক শ্রীলংকাকে। সেই পথে দারুণ শুরুও পেয়েছিল দলটি। তবে প্রথম ম্যাচের মতো এদিনও মাঝে দ্রুত উইকেট পতনে সংগ্রহটা বড় করতে পারেনি শ্রীলংকা। ৯ উইকেটে স্কোরবোর্ডে ১৬১ রানের পুঁজি দাঁড় করান লংকানরা। পরে বৃষ্টি নামলে ভারতের লক্ষ্য নেমে আসে ৮ ওভারে ৭৮ রানে, যা ৭ উইকেট ও ৯ বল হাতে রেখে টপকে যায় ভারত। এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত করে সিরিজ জয়।

এদিনও ব্যাট হাতে দাপুটে শুরু পেয়েছিল শ্রীলংকা। ৯.৩ ওভারে দলীয় ৮০ রানে দ্বিতীয় উইকেট হারান লংকানরা। এরপর ১৩০ রানে তৃতীয় উইকেটের পতন। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। পরের ৩১ রান যোগ করতে গিয়ে হারিয়ে বসে ৬ উইকেট। তাতে স্কোরবোর্ডে জমা হয়নি শক্ত ভিত। লংকানদের ইনিংস থামে ৯ উইকেটে ১৬১ রানে। 

যেখানে দলীয় সর্বোচ্চ ৩৪ বলে ৫৩ রান আসে কুশল পেরেরার ব্যাট থেকে। ভারতীয় বোলারদের মধ্যে ২৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন রবি বিষ্ণোই।

ম্যাচের আগে বৃষ্টি হওয়ায় এই লক্ষ্য তাড়া করতেও বেশ বেগ পেতে হতো ভারতকে। তবে সেটি সহজ হয়ে যায় ভারতের ইনিংস শুরুর আগেই দ্বিতীয় দফা বৃষ্টি শুরু হলে। এতে করে ভারতের সংগ্রহটা নেমে আসে ৭৮ রানে। যেখানে ওপেনার সঞ্জু স্যামসন শুরুতে শূন্য রানে ফিরে গেলেও ব্যাট হাতে আগ্রাসী ছিলেন যশস্বী জয়সওয়াল। ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলে জয়ের পথ দেখান তিনি। 

পরে ১২ বলে ২৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের আরও কাছে রেখে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব। শেষ দিকে ৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের সিরিজ জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডিয়া।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে হোয়াইওয়াশ নিশ্চিত করতে ফের মাঠে নামবে ভারত। যেখানে শ্রীলংকার লক্ষ্যটা হোয়াইওয়াশের লজ্জা এড়ানোর। তবে ভারতের ক্রিকেটে গৌতম গম্ভীর ও সূর্যকুমার জুটির যাত্রাটা শুরু হলো দারুণ এক সিরিজ জয়ের মধ্য দিয়েই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম