Logo
Logo
×

খেলা

১০০ বছরের মধ্যে প্রথম যে কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ান সাঁতারু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৭:৪৫ পিএম

১০০ বছরের মধ্যে প্রথম যে কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ান সাঁতারু

আরিয়ার্ন টিটমাস। ছবি: সংগৃহীত

‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিক চলছে প্যারিসে। সেখানে নীল জলে চোখ সবার। সাঁতার ইভেন্টে বুঁদ ক্রীড়ানুরাগীরা। এবারের সাঁতার ডিসিপ্লিনে ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জয় করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস।

যুক্তরাষ্ট্রের কেটি লেডিকি ও কানাডার সামার ম্যাকিন্টোশকে পেছনে ফেলে প্যারিস অলিম্পিক সাঁতারে মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার টিটমাস।

বাছাইপর্বেই শেষ রবিউলের দৌড়

জানা গেছে, গত ১০০ বছরের মধ্যে ৪০০ মিটার ফ্রিস্টাইলে টানা দুই অলিম্পিকে স্বর্ণজয়ের কীর্তি গড়া প্রথম নারী সাঁতারু টিটমাস।

এছাড়া ডন ফ্রেজারের পর প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে সাঁতারের কোনো ইভেন্টে টানা দুইবার অলিম্পিকে স্বর্ণপদক জয়ের কীর্তিও এখন টিটমাসের। ১৯৫৬ থেকে ১৯৬৪ পর্যন্ত টানা তিন অলিম্পিকে ১০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদক জয় করেন ফ্রেজার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম