হাসান আলী। ছবি: সংগৃহীত
আগস্টে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। তবে এই সিরিজের আগে চোটে পড়লেন পাকিস্তানের তারকা পেসার হাসান আলী। এমনকি চোটের কারণে বাংলাদেশ সিরিজে তার খেলা নিয়ে সংশয় রয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
তাদের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, এখন চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন হাসান। আপাতত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তত্ত্বাবধানেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।
হাসানের সার্বক্ষণিক দেখভাল করছেন করছেন পিসিবির চিকিৎসকরা। তবে বাংলাদেশের সিরিজের আগে পুরোপুরি সেরে উঠতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।
‘এমন অস্থিরতার মধ্যেই খেলে গেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া’
সাধারণত টেস্ট ক্রিকেটে পেসারদের ধকল একটু বেশিই থাকে। গরমে লম্বা স্পেলে বোলিং করতে হয়। তাই ফিটনেস সম্পর্কে শতভাগ নিশ্চিত না হলে হাসানকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট।
উল্লেখ্য, আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান। এরপর ৩০ আগস্ট করাচিতে শুরু হবে শেষ টেস্ট ম্যাচ। এই ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতি শেষে এই সিরিজ দিয়েই আবার মাঠে নামবে বাংলাদেশ।