Logo
Logo
×

খেলা

বাছাইপর্বেই শেষ রবিউলের দৌড়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৫:৫৩ পিএম

বাছাইপর্বেই শেষ রবিউলের দৌড়

রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

প্যারিস অলিম্পিকে মোটেই সুবিধা করতে পারলেন শুটার রবিউল ইসলাম। গেমসের শুটিং ইভেন্টের শেষ আটে খেলার স্বপ্ন নিয়ে প্যারিসে গিয়েছিলেন। কিন্তু তার সে স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে বাছাইপর্বেই।

আজ পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইপর্ব থেকেই বাদ পড়েছেন রবিউল ইসলাম। ৬২৪.২ স্কোর নিয়ে ৪৯ জন প্রতিযোগির মধ্যে ৪৩তম হয়েছেন এই বাংলাদেশি শুটার।

ধর্ষণ করেও অলিম্পিকে খেলার অনুমতি পেলেন ডাচ তারকা

১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে শীর্ষ আটে জায়গা করে নিয়েছেন চীনের শেং, আর্জেন্টিনার গুতিয়েরেজ, ইতালির সোল্লাজ্জো, ক্রোয়েশিয়ার মারিচিচ ও গোরসা, দক্ষিণ কোরিয়ার চোয়ে, সুইডেনের লিন্ডগ্রেন ও ভারতের বাবুতা।

উল্লেখ্য, এবারের অলিম্পিকে অংশ নিচ্ছেন বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ। এর মধ্যে সবার আগে অভিযান শুরু করেছেন আর্চার সাগর ইসলাম।

আনুষ্ঠানিকভাবে অলিম্পিক শুরুর আগের দিনই মাঠে নেমেছেন সাগর। সেদিন রিকার্ভ ব্যক্তিগত পুরুষ ইভেন্টের র‌্যাংকিং রাউন্ডে ৪৫ তম হয়েছেন সাগর। আগামী ৩১ জুলাই ১/৩২ স্টেজে তার প্রতিপক্ষ ইতালির মাউরো নাসপলি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম