Logo
Logo
×

খেলা

এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৩:২৬ পিএম

এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে ভারত

নারী এশিয়া কাপের নবম আসরের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলংকা। টস জিতে ব্যাটিংয়ে ভারতীয় নারী ক্রিকেট দল।

এবারের আসরের আয়োজক দেশ শ্রীলংকা। ডাম্বুলায় ফাইনাল ম্যাচে মুখোমুখি টুর্নামেন্টের হটফেবারিট ভারত বনাম স্বাগতিক শ্রীলংকা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হয়।

এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি সরাসরি স্টার স্পোর্টস ও টি স্পোর্টসে দেখা যাবে।  

নারী এশিয়া কাপের উদ্বোধনী আসর থেকে ষষ্ঠ আসর পর্যন্ত টানা শিরোপা জিতে নেয় ভারত। ২০১৮ সালে সপ্তম আসরে ভারতকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের নজির গড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এরপর ২০২২ সালের আসরে ফের চ্যাম্পিয়ন হয় ভারত। গত আট আসরের মধ্যে ভারত শিরোপা জিতেছে সাতবার। নবম আসরে অষ্টম শিরোপা জয়ের লক্ষ্যে তারা। 

অন্যদিকে শ্রীলংকা প্রথম চার আসরে ফাইনালে খেলেও শিরোপা জিততে পারেনি। ভারতের বিপক্ষে হেরে যায়। সবশেষ আসরেও ভারতের সঙ্গে ফাইনালে হেরে যায় লংকানরা।

নারী এশিয়া কাপের নবম আসরে এনিয়ে ষষ্ঠবার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে সেই ভারতকেই পেল শ্রীলংকা। অতীতে পাঁচবার হেরে গেলেও এবার নিজেদের ঘরের মাঠে ভারতকে হারাতে বদ্ধ পরিকর লংকানরা।

শ্রীলংকা: বিশমি গুনারত্নে, চামারি অথাপাথু (অধিনায়ক), হর্ষিতা সামারাবিক্রমা, হাসিনি পেরেরা, আনুশকা সঞ্জীওয়ানি, কাবিশা দিলহারি, নীলাক্ষীকা সিলভা, ইনোশি প্রিয়দর্শনী, উদেশিকা, কুমারী ও জন শচীন নিসংসালা।

ভারত: শেফালি ভার্মা, স্মৃতি মন্ধনা, উমা চেত্রি, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমিমা রদ্রিগস, রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকার, রাধা যাদব, তনুজা কানওয়ার ও রেনু সিং।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম