Logo
Logo
×

খেলা

ফুটবল মাঠে রকেট হামলায় নিহত ১২

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১১:৩৩ এএম

ফুটবল মাঠে রকেট হামলায় নিহত ১২

ছবি: সংগৃহীত

ইসরাইলের অধিকৃত গোলান হাইটসের একটি ফুটবল মাঠে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। যাতে শিশুসহ ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ। যার জেরে ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল।

গত ২৭ জুলাই রকেটটি ইসরাইল-অধিকৃত গোলান হাইটসের মাজদাল শামসের ড্রুজ গ্রামের একটি ফুটবল মাঠে আঘাত করে। এই অঞ্চলটি ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে সিরিয়ার কাছ থেকে দখল করেছিল ইসরাইল। সেখানেই এবার ভয়াবহ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ, দাবি ইসরাইলের। যার প্রেক্ষিতেই এবার পালটা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রকেট হামলার পর ইসরাইলের ড্রুজ সম্প্রদায়ের নেতাকে ফোন দিয়ে নেতানিয়াহু বলেছেন, ‘হিজবুল্লাহকে এই হামলার জন্য চরম মূল্য দিতে হবে, যা এখন পর্যন্ত তারা পরিশোধ করেনি।’

রকেট হামলার ঘটনাটিকে অবশ্য অস্বীকার করেছে হিজবুল্লাহ। এ ব্যাপারে এক লিখিত বিবৃতিতে তারা বলেছে, ‘এ ঘটনার সঙ্গে ইসলামিক রেজিস্ট্যান্সের একেবারেই কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে সব মিথ্যা অভিযোগকে স্পষ্টভাবে অস্বীকার করছি আমরা।’

রকেট হামলায় ১২ জন নিহত হওয়ার বাইরেও আর ১৩ জন গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছে ইসরাইলি অ্যাম্বুলেন্স পরিষেবাগুলো। রকেট হামলার এক প্রত্যক্ষদর্শী মুরহাফ আবু সালেহ বলেছেন, ‘বাচ্চারা ফুটবল খেলছিল, তারা সাইরেন শুনে আশ্রয়ের দিকে ছুটে যাচ্ছিল। কিন্তু তারা আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে পারেনি। তার আগেই রকেটটি মাঠ ও আশ্রয়কেন্দ্রের মাঝখানে আঘাত করে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম