Logo
Logo
×

খেলা

কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে গেলেন জো রুট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ১১:০৪ পিএম

কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে গেলেন জো রুট

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাকে টপকে গেলেন ইংলিশ তারকা ব্যাটসম্যান জো রুট। এজবাস্টন টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২৮২ রানে অলআউট করেও স্বস্তিতে ছিল না ইংল্যান্ড। ৩১ রান তুলতেই তিন উইকেট হারিয়েছিল স্বাগতিকরা।

শনিবার দ্বিতীয়দিনে ৫৪ রানে পাঁচ উইকেট হারানোর পর জো রুট ও বেন স্টোকসের ১১৫ রানের জুটিতে ঘুরে দাঁড়িয়ে লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়েছে ইংল্যান্ড। ৮৭ রানে আউট হওয়া রুট টানা দ্বিতীয় সেঞ্চুরি না পেলেও টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ক্যারিবীয় গ্রেট ব্রায়ান লারাকে টপকে সাতে উঠে এসেছেন।

বেন স্টোকস থামেন ৫৪ রানে। জো রুট ও বেন স্টোকসের বিদায়ের পর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে দলকে এগিয়ে নেওয়া জেমি স্মিথ ৫৭ ও ক্রিস ওকস ২১ রানে ব্যাট করছিলেন।

প্রথম ইনিংসে ওয়েষ্ট ইন্ডিজের করা ২৮২ রানের জবাবে ৩৭৬ রান করে ইংল্যান্ড। দলের সর্বোচ্চ ৯৫ রান করে আউট হন জেমি স্মিথ। ৮৭ রানে ফেরেন জো রুট। ৬২ রান করে ফেরেন ক্রিস ওকস। ৫৪ রান করেন বেন স্টোকস। উইন্ডিজের হয়ে ৪ উইকেট নেন আলজারি জোসেফ। ৩ উইকেট নেন জেইডেন সিলস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম