ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরকে গোমরামুখো না থেকে মাঝে মাঝে হাসার পরামর্শ দিয়েছেন সাবেক সদ্য সাবেক হওয়া কোচ রাহুল দ্রাবিড়।
গত মাসে রাহুল দ্রাবিড়ের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ভারত। বিশ্বকাপ শেষেই কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান ভারতীয় এই কিংবদন্তি।
জাতীয় দলের নতুন কোচ গৌতম গম্ভীরকে পরামর্শ দিয়ে রাহুল দ্রাবিড় বলেন, ‘ভারতীয় দলে তোমার সঙ্গে (গৌতম গম্ভীর) খেলার সময় দেখেছি তুমি কীভাবে মাঠে সর্বোচ্চটা দাও। ব্যাটিং সঙ্গী হিসেবে, একসঙ্গে ফিল্ডিং করার সময়ে আমি তোমার দৃঢ়তা ও হার না মানা মানসিকতা দেখেছি। আইপিএলের মৌসুমগুলোতে তোমার জেতার ক্ষুধা চোখে পড়েছে, কীভাবে তুমি তরুণ খেলোয়াড়দের সাহায্য করেছ, দলের থেকে সর্বোচ্চটা বের করে নাও, তা দেখেছি। আমি জানি, ভারতের ক্রিকেট নিয়ে তুমি কতটা নিবেদিত, আবেগপ্রবণ। আমি নিশ্চিত নতুন দায়িত্বে তুমি তোমার সামর্থ্যকে কাজে লাগাবে।’
দ্রাবিড় আরও বলেন, ‘তুমি জানো প্রত্যাশা অনেক বেশি থাকবে। কাটাছেঁড়াও অনেক বেশি হবে। কিন্তু খুব খারাপ সময়েও তুমি একা থাকবে না, খেলোয়াড়, সাপোর্ট স্টাফসহ সংশ্লিষ্ট সবাই পাশেই থাকবে।’
ভারতীয় এই সাবেক অধিনায়ক আরও বলেছেন, ‘তুমি কিছুটা ভাগ্যবানও যেন হও, সেই প্রত্যাশাও করি। তুমি জানো, আমরা কোচরা যতটা না স্মার্ট ও বুদ্ধিমান তার চেয়ে বেশি দেখানোর দরকার হয়। কাজটা যদি তোমার জন্য কঠিনও হয় তবু হাসো। ফল যাই হোক না কেন, এটা মানুষকে অবাক করবে।’
তিনি বলেছেন, ‘সাধারণত আমি আবেগপ্রবণ হই না। কিন্তু আমার মনে হয় এই বার্তা আমাকে অনেক আবেগপ্রবণ করে তুলেছে, যেটা সাধারণত হওয়ার কথা না। দারুণ একটা বার্তা। ভারতের ক্রিকেটে যা প্রয়োজন ছিল, রাহুল ভাই সেটাই করেছেন। আমার মনে হয়, তার কাছে থেকে অনেক কিছু শেখার আছে। শুধু আমার না, বর্তমান ও পরবর্তী দুই প্রজন্মেরই অনেক কিছু শেখার আছে।’
গম্ভীর আরও বলেছেন, ‘জানি না কীভাবে প্রতিক্রিয়া দেখাব। কারণ, এটা আমার কাছে অনেক বড় কিছু। এটা এমন একজনের কাছ থেকে এসেছে, যার পথ আমি অনুসরণ করেছি, সে কারণে নয়। কারণটা হলো, যখন খেলেছি, তখন সবচেয়ে বেশি তাকেই সম্মান করেছি। আমি মনে করি, অনেক সাক্ষাৎকারেও বলেছি, আমি যাদের সঙ্গে খেলেছি, তার মধ্যে তিনি সবচেয়ে নিঃস্বার্থ ক্রিকেটার।’