Logo
Logo
×

খেলা

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৪, ০৭:৪৮ পিএম

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

শ্রীলংকা সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সফরের শুরুতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আজ শনিবার কেন্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু হয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এদিন টস জিতে সফরকারী ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক শ্রীলংকা।

এই সিরিজে নেই ভারতীয় তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিন্দ্র জাদেজা, জসপ্রিত বুমারাহ ও মোহাম্মদ শামির মতো তারকা ক্রিকেটাররা।

গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই টি-টোয়েন্টিতে থেকে অবসর নেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি, বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা, বিশ্বকাপ দলে থাকা তারকা অলরাউন্ডার রবিন্দ্র জাদেজাও।

বিশ্বকাপ শেষে বিশ্রামে আছেন ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহ। আর মোহাম্মদ শামি ইনজুরির কারণে এখনও মাঠের বাইরে আছেন।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম