Logo
Logo
×

খেলা

‘২১ বছর পর এখন বাংলাদেশ দল অনেক শক্তিশালী’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৮:৩৬ পিএম

‘২১ বছর পর এখন বাংলাদেশ দল অনেক শক্তিশালী’

খালেদ মাহমুদ সুজন/ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর লম্বা বিরতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি মাসে কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। আগস্ট মাসের শেষের দিকে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আবার মাঠে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা। 

পাকিস্তান সফরের টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশ খুব একটা ভালো অবস্থায় নেই। এখন পর্যন্ত মোটে এক ম্যাচেই জয় পেয়েছে তারা। 

পাকিস্তান সিরিজকে সামনে রেখে এখন চট্টগ্রামে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা। দেশটির বিপক্ষে এখন পর্যন্ত ১৩ টেস্ট খেলে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে পাকিস্তানের বিপক্ষে এবারের সিরিজের আগে বেশ আশাবাদী বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফিরবেন তো তামিম?

২০০৩ সালে পাকিস্তান সফরের দলে ছিলেন সুজন। সেবার মুলতানে তীরে গিয়েও তরী ডোবে টাইগারদের। সে সফরের স্মৃতিচারণ করে সুজন বলেছেন, ‘আমার মনে হয় তখন আমরা শক্তিশালী দল ছিলাম না। পাকিস্তানের কন্ডিশন অনেক ভালো। টেস্ট ম্যাচ হলে উইকেট ভালো থাকে, পেসারদের জন্য সব সময় ভালো থাকে উইকেটে বাউন্স থাকে। স্পিনারদের জন্য ভালো টার্ন থাকে। সত্যি বলতে এখন ২১ বছর পর আমরা অনেক শক্তিশালী দল।’

পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে সুজন যোগ করেন, ‘আমি মনে করি ছেলেরা ভালো করবে ওখানে, আমি বিশ্বাস করি। ভালো কন্ডিশন, আমাদের প্রিপারেশনটাও ভালো আমার মনে হয়, সামনে ক্যাম্প করবে। আমি বিশ্বাস করি দুটো টেস্ট ম্যাচই ভালো হবে। রাওয়ালপিন্ডি আর করাচিতে এখানে দুটো টেস্ট ম্যাচ খেলব। সেখানে উইকেট ফেভারে থাকলে ব্যাটিং ভালো হবে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম