লেডি গাগা। ছবি: সংগৃহীত
‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের পর্দা উঠবে আজ। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১১ টায় প্যারিসের সিন নদীকে ঘিরে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এই উদ্বোধনী অনুষ্ঠানে কী কী হতে যাচ্ছে বা কারা পারফর্ম করবেন, সেসব বিষয় নিয়ে এখনো কিছু খোলাসা করেনি আয়োজকরা।
মূলত উদ্বোধনী অনুষ্ঠানের চমক ধরে রাখতেই তাদের মুখে কুলুপ এঁটে থাকা। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন ‘টাইটানিক’ সিনেমায় ‘মাই হার্ট উইল গো অন’ গান গেয়ে বিশ্বজোড়া খ্যাতি পাওয়া সেলিন ডিওন।
একইসঙ্গে মার্কিন গায়িকা লেডি গাগাকেও অলিম্পিকের উদ্বোধনীতে পারফর্ম করতে দেখা যেতে পারে বলে জানা গেছে। অলিম্পিক উদ্বোধনীর আগে প্যারিসে দেখা গেছে এই গায়িকাকে।
সিন নদীতে হবে প্যারিস অলিম্পিকের ঐতিহাসিক উদ্বোধন
এদিকে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মূল উপস্থাপক হিসেবে থাকবেন এনবিসির মাইক তিরিকো।
তার সঙ্গে থাকবেন হোদা কোতব, সাবানা গুথরি ও মারিয়া টেলর। এছাড়া সংগীতশিল্পী কেলি ক্লার্কসনেরও যোগ দেওয়ার কথা রয়েছে।
তথ্যসূত্র: গার্ডিয়ান