Logo
Logo
×

খেলা

ফাইনালের টিকিট পেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মারুফা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০২:৩৮ পিএম

ফাইনালের টিকিট পেতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মারুফা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সেমিফাইনালের ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের একাদশে ফেরানো হয়েছে পেসার মারুফা আক্তারকে। তিনি খেলবেন সাবিকুন নাহার জেসমিনের জায়গায়।

এর আগে গ্রুপপর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে দাপুটে জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে এশিয়া কাপে নিজেদের রেকর্ড রানের দেখা পেয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে জমা করেছিল ২ উইকেটে ১৯১ রান। যেখানে ওপেনার দিলারা আক্তার ২০ বলে ৩৩, মুর্শিদা খাতুন ৫৯ বলে ৮০ ও জ্যোতি ৩৭ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন।

এরপর বল হাতেও বেশ কার্যকর ছিলেন বাংলাদেশের বোলাররা। মালয়েশিয়াকে অলআউট করতে না পারলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে ৭৭ রান তুলতে পেরেছিল মালয়েশিয়া। বাংলাদেশ ম্যাচ জিতেছিল ১১৪ রানের বিশাল ব্যবধানে। তাই সেই ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তন আনেনি বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

দিলারা আক্তার, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, ইসমা তানজিম, ঋতু মনি, রাবেয়া খাতুন, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, জাহানারা আলম, মারুফা আক্তার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম