ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের নিন্দা করেছেন আফ্রিদি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪, ১০:৩২ পিএম
![ঘন ঘন নেতৃত্ব পরিবর্তনের নিন্দা করেছেন আফ্রিদি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/25/image-830326-1721925160.jpg)
ক্রিকেট পাকিস্তান মানেই অনিশ্চয়তা। এই অনিশ্চয়তার কারণেই অস্ট্রেলিয়ান সাবেক তারকা অলরাউন্ডার শেন ওয়াটসন আর ওয়েস্ট ইন্ডিজের দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামিকে পাকিস্তানের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা রাজি হননি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে বোর্ডের কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফসহ খেলোয়াড়াও বাদ পড়ে যাওয়ার আতঙ্কে থাকেন। এই অনিশ্চয়তার কারণেই দলটি আইসিসির বড় বড় টুর্নামেন্টে প্রত্যাশিত পারফর্ম করতে পারছে না।
এ কারণে ক্ষুব্ধ পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তিনি বলেছেন, ঘন ঘন অধিনায়ক বদলের কারণেই পাকিস্তান তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।
স্থানীয় একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, আপনি যখন কোনো নতুন কাঠামো পরিবর্তন করেন বা আনেন, আপনাকে অবশ্যই সিস্টেমকে সময় দিতে হবে। প্রতি বছর একজন নতুন চেয়ারম্যান আসে এবং একটি নতুন ব্যবস্থা চালু হয়। যে কারণে কোনো পরিকল্পনাই কাজে আসে না।
পাকিস্তানের সাবেক এই অধিনায়ক আরও বলেছেন, সকল সিনিয়র বোর্ড সদস্য এবং সিনিয়র খেলোয়াড়দের এক টেবিলে এক সঙ্গে বসে একটি পরিকল্পনা করা উচিত। তারপর সেই পরিকল্পনা তিন বছরের জন্য কার্যকর করা হোক। তাহলে ফলাফল আসবে। আপনি যদি প্রতি বছর সিস্টেম পরিবর্তন করতে থাকেন তবে আপনি কী ফলাফল আশা করতে পারেন?
গত বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে সুপার এইটের আগেই বিদায় নেয় পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে দলের নির্বাচক ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাককে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অধিনায়ক হিসেবে বাবর আজমের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে।