লারাকে ক্ষমা চাইতে বললেন উইন্ডিজের দুই কিংবদন্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ১০:০৩ পিএম
কাটতি বাড়াতে আত্মজীবনী বা নিজেদের লেখা যেকোনো বইয়ে কিছু বিতর্কের রসদ জুড়ে দেন ক্রীড়াবিদরা।
নিজের লেখা ‘লারা : দ্য ইংল্যান্ড ক্রনিকলস’ বইয়ে বহুল প্রচলিত সেই ফর্মুলা প্রয়োগ করে রীতিমতো তোপের মুখে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।
বইয়ে ডাহা মিথ্যা লেখার অভিযোগ তুলে কড়া সমালোচনার পাশাপাশি লারাকে ক্ষমা চাইতে বলেছেন ওয়েস্ট ইন্ডিজেরই দুই কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডস ও কার্ল হুপার।
তিনজনই উইন্ডিজের সাবেক অধিনায়ক। সতীর্থ হিসাবে ভিভ রিচার্ডসকে খুব বেশি দিন না পেলেও হুপারের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন লারা। আত্মজীবনীতে দুজনের ভূয়সী প্রশংসার পাশাপাশি লারা লিখেছেন, ‘ড্রেসিংরুমে ভিভের গলার সুর খেলোয়াড়দের আতঙ্কিত করত। ভিভ প্রতি তিন সপ্তাহে আমাকে একবার করে কাঁদাতেন। আর কার্লকে কাঁদাতেন সপ্তাহে একবার করে।’
কিন্তু লারার বক্তব্যকে শতভাগ মিথ্যা দাবি করে এক যৌথ বিবৃতিতে ভিভ ও হুপার বলেছেন, ‘ব্রায়ান লারার সম্প্রতি প্রকাশিত বইয়ে আমাদের সম্পর্কে সুস্পষ্ট মিথ্যা তথ্য উপস্থাপন করা হয়েছে। ... এমন প্রতারণা থেকে তিনি লাভের চেষ্টা করেছেন। আমরা চাই লারা খুব দ্রুত এসব মিথ্য দাবি প্রত্যাহার করে নেবেন এবং যে ক্ষতি হয়েছে, সে জন্য ক্ষমা চাইবেন।’