Logo
Logo
×

খেলা

‘দ্বন্দ্ব ভুলে এক হবেন গম্ভীর-কোহলি’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০২:৩৭ পিএম

‘দ্বন্দ্ব ভুলে এক হবেন গম্ভীর-কোহলি’

ছবি: সংগৃহীত

আইপিএলে কলকাতা-বেঙ্গালুরুর লড়াই ছাপিয়ে বরাবরই সামনে চলে আসে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের প্রকাশ্য দ্বন্দ্বের কথা। বেশ কয়েকবার এই দুই সাবেক ও বর্তমান ক্রিকেটারকে দেখা গেছে দ্বন্দ্বে জড়াতে। গৌতম গম্ভীর ভারতের প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছিল এই দু’জনের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে। গম্ভীরের অধীনে টিকতে পারবেন কিনা কোহলি, উঠেছে সেই প্রশ্নও। 

তবে ভারতের সাবেক পেসার আশিস নেহরা বলছেন- ভিন্ন কথা। তার মতে, দ্বন্দ্ব ভুলে এক হয়েই ভারতের জন্য লড়বেন দু’জনে।

গম্ভীর এবং কোহলির মাঠের দ্বন্দ্বের বিষয়টি নিয়ে নেহরা বলেন, ‘বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর দুজনই খুব আবেগপ্রবণ ব্যক্তি। যখনই তারা কোনো দলের হয়ে খেলে, তখন তারা প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁড়ায়। কিন্তু, যখন তারা ড্রেসিংরুমে একসঙ্গে থাকে, তখন তারা দলের জন্য একত্রিত হয়। আপনি কোহলির কথা বলছেন যার ১৬-১৭ বছরেরও বেশি সময় ধরে খেলার অভিজ্ঞতা রয়েছে, আর গৌতম গম্ভীরও অভিজ্ঞ।’

সাধারণ সমর্থকদের উদ্দেশে নেহরা আরও বলেন, ‘লোকেরা তাদের দু’জনের সম্পর্ক নিয়ে বাইরে থেকে অনেক কথা বলে। এটা কেবল গম্ভীর এবং কোহলি নয়; এমন অনেক খেলোয়াড় রয়েছে যারা অতীতে মাঠের মধ্যে ঝগড়া করেছে কিন্তু যখন তারা একটি দলের হয়ে একসঙ্গে খেলেছে, তখন তারা একজন খেলোয়াড় হিসেবে, একজন কোচ ও অধিনায়ক হিসেবে হিসেবে ভালো করেছে।’

গৌতমের কোচিং নিয়ে নেহরা আরও বলেন, ‘গৌতম গম্ভীর সামনে থেকে নেতৃত্ব দিতে জানে যা দুর্দান্ত। তিনি সবসময় নিজেকে পরিষ্কার রাখেন এবং মনের কথা বলেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমি একমত, কোচ, অধিনায়ক এবং খেলোয়াড়ের সঙ্গে কাজ করার জন্য প্রত্যেকের নিজস্ব (কোচিং) স্টাইল আছে। তবে তারা ক্যারিয়ারের যে অবস্থানে আছে তাতে আমি আর তাদের দু’জনের মধ্যে কোন সমস্যা দেখছি না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম