Logo
Logo
×

খেলা

স্ত্রীর মামলায় ফুটবলারের ১২ মাস কারাদণ্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৯:৫৭ পিএম

স্ত্রীর মামলায় ফুটবলারের ১২ মাস কারাদণ্ড

পাত্রিস এভরা। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফুটবলার পাত্রিস এভরা বড় দুঃসংবাদ পেয়েছেন। স্ত্রী ও দুই সন্তানকে পরিত্যাগ করার কারণে তাকে এক বছর কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের নঁতের আদালত। যদিও এই শাস্তি দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

ফরাসি পত্রিকা লা পারিসিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এভরাকে এক বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। এর সঙ্গে জরিমানাও করা হয়েছে তাকে।

স্ত্রীর ক্ষতির জন্য চার হাজার ইউরোর পাশাপাশি মামলা চালানোর জন্য দুই হাজার ইউরো দিতে হবে সাবেক এই ডিফেন্ডারকে।

জানা গেছে, ২০২১ সালের ১ মে থেকে ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্ত্রী সান্দ্রা এভরা এবং তাদের দুই সন্তানের খোঁজখবর নেননি এভরা। সান্দ্রার অভিযোগ, এই সময়ে এভরার কাছে ভরণপোষণ বাবদ ১০ লাখ ডলার পাওনা তার।

‘কখনো চাইনি মেসির সঙ্গে আমার তুলনা হোক’

এভরার আইনজীবী মে জেরম বুরসিকান জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে ৪৩ বছর বয়সী ফ্রান্স ডিফেন্ডার আপিল করেছেন।

এদিকে আদালতের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন সান্দ্রার আইনজীবী নাথালিয়ে দুবোইস, ‘এই সিদ্ধান্তের জন্য আদালতকে ধন্যবাদ। আশা করছি যে এর মাধ্যমে এভরা অবশেষে বুঝতে পারবেন তিনি আইনের ঊর্ধ্বে নন। তিনি চাইলেই স্ত্রী আর সন্তানদের পরিত্যাগ করতে পারেন না।’

উল্লেখ্য, ২০০৭ সালে সান্দ্রা ও এভরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে আছে দুই সন্তান রয়েছে। ২০২০ সালে তারা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেন। তবে এখনো সে আবেদনের নিষ্পত্তি হয়নি।

তথ্যসূত্র: গোলডটকম

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম