Logo
Logo
×

খেলা

নাসিম শাহকে হান্ড্রেডে খেলতে দেবে না পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম

নাসিম শাহকে হান্ড্রেডে খেলতে দেবে না পাকিস্তান

নাসিম শাহ। ছবি: সংগৃহীত

পেসার নাসিমকে শাহকে নিয়ে হার্ডলাইনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের লিগ দ্য হান্ড্রেডে খেলার জন্য তাকে এনওসি বা অনাপত্তিপত্র দেবে না তারা।

মূলত নাসিম শাহর নড়বড়ে ফিটনেসের জন্যই তাকে হান্ড্রেডে খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। চোটের ঝুঁকি কমাতে এবং তার ওয়ার্কলোড ব্যবস্থাপনা করতে কঠোর হতে হয়েছে পিসিবিকে।

দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্সের হয়ে খেলার কথা ছিল নাসিমের। এবারের আসরে দলটির হয়ে খেললে ১ লাখ ২৫ হাজার পাউন্ড বা ৪ কোটি পাকিস্তানি রুপিরও বেশি আয় করতে পারতেন তিনি। তবে অনাপত্তিপত্র না পাওয়ায় বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাকে।

হাসান আলীর চোখে ‘বাবরই কিং’

এর আগে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদিকে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলার জন্য অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। তবে লংকা প্রিমিয়ার লিগ (এলপিএল) সহ বিভিন্ন লিগে খেলার জন্য এক ডজন ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিয়েছে বোর্ড।

উল্লেখ্য, আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে পাকিস্তান। ২১ আগস্ট রাওয়ালপিণ্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম