Logo
Logo
×

খেলা

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১০:২৭ এএম

ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

ছবি: সংগৃহীত

ক্রিকেটের তুমুল উত্তেজনাকর এক লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ। কালের আবর্তে ভারত-পাকিস্তান ম্যাচে আগের মতো উত্তেজনা না ছাড়ালেও; ম্যাচ নিয়ে এখনও তুমুল আগ্রহ আছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। দুই দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই লড়াইটা এখন আগের মতো উত্তেজনা না ছড়ালেও সাবেকরা এখনও জিইয়ে রেখেছেন। যার প্রমাণ মিলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেটেও। ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো হওয়া এই আসরে ফাইনালে পা রেখেছে ভারত ও পাকিস্তান।

শনিবার রাত ১০টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবেন ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা।

এর আগে ৬ দলের প্রতিযোগিতায় ৫ ম্যাচে ৪ জয়ে সেমিফাইনালে পা রাখে পাকিস্তান। অন্যদিকে ৫ ম্যাচে ২ জয় নিয়ে সেমিতে উঠলেও টেবিল টপার অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে ভারত।

পাকিস্তানের নতুন নির্বাচক প্যানেলে বাবর

শুক্রবার প্রথম সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৯৯ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দেয় পাকিস্তানের সাবেকরা। জবাবে ১৭৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে ৩১ বলে ৪৬ রান করেন কামরান আকমল। অধিনায়ক ইউনিস খান করেন ৪৫ বলে ৬৫ রান। শেষ দিকে আমের ইয়ামিন ১৮ বলে ৪০ রানে অপরাজিত থাকেন।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা রান পেলেও ইনিংসটাকে বড় করতে পারেননি। ডোয়াইন স্মিথ ২৬, ক্রিস গেইল ২২ ও অ্যাসলে নার্স ৩৬ রান করেছেন। শেষ দিকে রায়াদ এমরিট ৯ বলে ২৯ রান করেন। পাকিস্তানের সোহেল খান ২১ রানে ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।

দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছে ভারতীয় ব্যাটাররা। ২৮ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৫৯ রান করেছেন যুবরাজ সিং। রবিন উথাপ্পার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৬৫ রান। পাঠান ব্রাদার্স ইউসুফ ও ইরফান দু’জনেই পেয়েছেন ফিফটির দেখা। তাতে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৫৪ রান। 

জবাবে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ১৬৮ রানে থেমেছে অজিদের ইনিংস। ফিফটির দেখা পায়নি অজিদের কোনো ব্যাটার। দলীয় সর্বোচ্চ ৪০ রান করেছেন টিম পেইন। ৮৬ রানের বিশাল জয়ে ফাইনালে পা রেখেছে ভারত। যেখানে তাদের অপেক্ষায় পাকিস্তান। এর আগে গ্রুপপর্বে দু’দলের দেখায় ভারতকে হারিয়েছিল পাকিস্তান। তাই এই ম্যাচটি ভারতের জন্য প্রতিশোধেরও।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম