Logo
Logo
×

খেলা

১৩৪ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসালেন অ্যাটকিনসন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৬:০৯ পিএম

১৩৪ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসালেন অ্যাটকিনসন

গাস অ্যাটকিনসন। ছবি: সংগৃহীত

কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের বিদায়ী টেস্টেই আগামী প্রজন্মের রত্ন গাস অ্যাটকিনসনকে পেয়ে গেল ইংল্যান্ড। লর্ডসে অ্যান্ডারসনের বিদায়ের রাগিণীর মাঝেই নতুন দিনের বাজনা বাজালেন তরুণ অ্যাটকিনসন। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে ১৩৪ বছর পুরোনো রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

১৮৯০ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের বাঁহাতি পেসার ফ্রেডরিক মার্টিন অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন। ১৩৪ বছর পর সে কীর্তিতে ভাগ বসালেন অ্যাটকিনসন।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নিতে স্রেফ ৪৫ রান খরচ করেন ২৬ বছর বয়সি অ্যাটকিনসন। দ্বিতীয় ইনিংসেও নিজের রুদ্ররূপ ধরে রাখেন। এবার ৬১ রানে শিকার করেন ৫ উইকেট। ১২ উইকেট নিয়ে অভিষেক টেস্টেই জয় করেছেন ম্যাচসেরার পুরস্কার।

অ্যান্ডারসনের বিদায়ী টেস্ট শেষ তিন দিনেই

টেস্ট ইতিহাসে অভিষেকে সর্বোচ্চ উইকেটের কীর্তি অবশ্য এখনো যৌথভাবে ভারতের নরেন্দ্র হিরওয়ানি এবং অস্ট্রেলিয়ার বব মাসির দখলে। ১৯৮৮ সালে চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হিরওয়ানি এবং ১৯৭২ সালে ইংল্যান্ডের বিপক্ষে মাসি লর্ডসেই অভিষেকে ১৬ উইকেট শিকার করেছিলেন।

উল্লেখ্য, অ্যান্ডারসনের বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে অ্যাটকিনসনের বোলিং তোপে ১২১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে পাঁচ ফিফটিতে ৩৭১ রান করে ইংলিশরা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসেও সেই অ্যাটকিনসনের আগুনে বোলিংয়ের কোনো উত্তর খুঁজে পায়নি ক্যারিবিয়ানরা। এবার ১৩৬ রানে থেমে যায় তাদের ইনিংস। তাতে ইনিংস ও ১১৪ রানের জয়ে সিরিজ শুরু করল ইংল্যান্ড।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম