Logo
Logo
×

খেলা

গম্ভীরের দাবি নাকচ করে দিয়েছে বিসিসিআই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ০৫:০৭ পিএম

গম্ভীরের দাবি নাকচ করে দিয়েছে বিসিসিআই

ভারতীয় হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হয়েছেন গৌতম গম্ভীর। দায়িত্ব নিয়ে এরই মধ্যে দল গোছানোর কাজও শুরু করে দিয়েছেন। চলতি মাসের শেষের দিকে শ্রীলংকা সফর হবে তার প্রথম অ্যাসাইনমেন্ট। এর আগে নিজের কোচিং স্টাফ বেছে নিতে হবে তাকে।

কিন্তু সেটা করতে গিয়েই বেধেছে বিপত্তি। টাইমস অব ইন্ডিয়ার খবর, ফিল্ডিং কোচ হিসেবে গম্ভীর যার নাম প্রস্তাব করেছিলেন, তার নাম নাকচ করে দিয়েছে বিসিসিআই। কোচিং স্টাফ বেছে নেওয়ার ক্ষেত্রে তাকে কিছুটা শর্তের বেড়াজালে ফেলেছে বোর্ড।

জানা গেছে, ফিল্ডিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের নাম প্রস্তাব করেছিলেন গম্ভীর। কিন্তু বিসিসিআই তা মেনে নেয়নি। তারা বিদেশি নয়, বরং গম্ভীরের কোচিং প্যানেলে ভারতীয় মুখই দেখতে চাইছে।

ভারতীয় দলের কোচিং স্টাফে রাহুল দ্রাবিড়ের সহকারী হিসেবে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। বিসিসিআইয়ের সঙ্গে তাদের সবারই চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা ভাবছে পাকিস্তান

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বিসিসিআইয়ের চাওয়া দ্রাবিড়ের মতো গম্ভীরের কোচিং স্টাফও পুরোপুরি ভারতীয় হোক। এমনকি হেড কোচ হিসেবে গম্ভীরকে দ্রাবিড়ের স্থলাভিষিক্ত করার সিদ্ধান্তও বোর্ডের সেই ভাবনা থেকেই নেওয়া।

তবে গম্ভীরকে কোচ করার সময় তার ইচ্ছাকে প্রাধান্য দেওয়ার কথা বলেছিল বিসিসিআই। গম্ভীরও তখন ভেবেছিলেন, নিজের সুবিধা অনুযায়ী কোচিং স্টাফ বেছে নিতে পারবেন। কিন্তু এখন বিসিসিআই ভোল পাল্টেছে। আর তাতে দায়িত্ব নেওয়ার পরপরই হোঁচট খেতে হলো গম্ভীরকে। 

উল্লেখ্য, গম্ভীরকে সাড়ে তিন বছরের চুক্তিতে হেড কোচের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। তার মেয়াদে বেশকিছু বড় টুর্নামেন্ট খেলতে হবে ভারতকে। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি ও তার পরের বছর রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার চুক্তির শেষ বছরে ওয়ানডে বিশ্বকাপ খেলবে ভারত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম