ছবি সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে নির্বাচক কমিটি থেকে সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্তে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, ভরাডুবির কারণে প্রথমত বাদ পড়ে অধিনায়ক। কিন্তু উল্টো সিদ্ধান্ত নিয়েছে।
বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন আফ্রিদি। সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন তিনি। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হন আফ্রিদি। যেখানে তিনি বলেছেন, বর্তমান অধিনায়ক বাবর আজম ‘অভূতপূর্ব সুযোগ’ পেয়েছেন।
সাংবাদিকদের আফ্রিদি বলেন, ‘এত বেশি সুযোগ কোনো অধিনায়কই পাননি। সাধারণত, বিশ্বকাপ শেষ হওয়ার পর অধিনায়কই প্রথম বরখাস্ত হন’।
খেলোয়াড়ি জীবনে আফ্রিদি নিজেও পাকিস্তানের দলের অধিনায়ক ছিলেন। একইসঙ্গে ইউনিস খান এবং মিসবাহ-উল-হকদের উদাহরণ টেনে তিনি বলেছেন, তাদের তুলনায় পর্যাপ্ত সুযোগ পেয়েছেন বাবর। কিন্তু আইসিসি আসর কিংবা এশিয়া কাপ সবখানেই ব্যর্থ হয়েছেন বাবর।
‘ইউনিস খান এবং মিসবাহ-উল-হক আমিও দলকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু সে তুলনায় বাবর যথেষ্ট সুযোগ পেয়েছে। আসুন আমরা (অধিনায়কত্ব নিয়ে) সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করি এবং যা ফল আসবে আন্তরিকভাবে সেটা সমর্থন করি’।
সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর দলে আমূল পরিবর্তনের আভাস দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভী। সে সময় তিনি বলেছিলেন, পাকিস্তান দল ঢেলে সাজাতে ‘বড় অস্ত্রোপচার’ প্রয়োজন।
আফ্রিদি বলেছেন, এই ধরণের নাটকীয় পরিবর্তনে খুব বেশি সফল হওয়া যাবে না। ‘সত্যি বলতে, এই ধরনের অস্ত্রোপচার (পরিবর্তন) আমার বোঝাপড়ার বাইরে’- যোগ করেন তিনি।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে লিগ পর্বের ৫ ম্যাচের মধ্যে ৪ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। আগামী ১২ জুলাই সেমিফাইনালে মাঠে নামবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।