Logo
Logo
×

খেলা

অবসর নিয়ে যা বললেন ওয়ার্নার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০২:০৪ পিএম

অবসর নিয়ে যা বললেন ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এর আগে ওয়ানডে ও টেস্টের পাটও চুকিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু তার অধ্যায় শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। কারণ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেও দলের প্রয়োজনে আবারো খেলতে চান অস্ট্রেলিয়ার এই তারকা ওপেনার।

তিনি বলছেন, ‘অধ্যায়ের সমাপ্তি! এত দীর্ঘ সময় ধরে ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে খেলা অবিশ্বাস্য একটা অভিজ্ঞতা। আমার দল ছিল অস্ট্রেলিয়া। আমার ক্যারিয়ারের বেশিরভাগ খেলাই হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে। এটা করতে পারা আমার জন্য অনেক সম্মানের। সব ফরম্যাট মিলে একশরও বেশি ম্যাচ আমার মনে গেঁথে আছে।’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর মূহূর্তে পরিবারের সদস্যদের ধন্যবাদ জানান ওয়ার্নার। বলেন, ‘যাদের জন্য এটা সম্ভব হলো তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আমার স্ত্রী এবং কন্যারা, যারা অনেক ত্যাগ স্বীকার করেছে, ধন্যবাদ তোমাদের সমর্থনের জন্য। কেউ জানে না আমরা কীসের ভেতর দিয়ে গিয়েছি।’

সমর্থকদের উদ্দেশে এই ক্রিকেটার বলেন, ‘আশা করি, আমি আপনাদের বিনোদন দিতে পেরেছি এবং ক্রিকেটকে বদলে দিয়েছি, বিশেষ করে টেস্ট ক্রিকেটকে। যেখানে হয়তো অন্যদের চেয়ে আমরা একটু দ্রুতই রান তুলি।’

দলের প্রয়োজন হলে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবেন বলে জানান ওয়ার্নার।

‘সমর্থকদের ছাড়া প্রিয় কাজগুলো করা সম্ভব নয়, আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আরও কিছু দিন খেলব। যদি দলে রাখা হয় আমি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলব। আমার ওপর আস্থা রাখায় খেলোয়াড় ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা। হোয়াটসঅ্যাপে আর ফাইল জমবে না। আপনাদের কান এখন আমার কণ্ঠ থেকে মুক্তি পেল। গত কিছু বছরে এই দল অবিশ্বাস্য সব অর্জন করেছে এবং এটা যেন অব্যাহত থাকে।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম