
প্রিন্ট: ২১ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ এএম
শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও হেরে গেল ক্যান্ডি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৮:৪২ পিএম

শরিফুল ইসলাম। ছবি: ফেসবুক
আরও পড়ুন
শ্রীলংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই ডাম্বুলা সিক্সার্সকে হারিয়ে দিয়েছিল ক্যান্ডি ফ্যালকনস।
এরপর থেকে জয় অধরা তাদের। আজ শ্রীলংকার ডাম্বুলায় গল মার্ভেলসের কাছে ৬ উইকেটে হেরেছে ক্যান্ডি। ডাম্বুলার বিপক্ষে সেই জয়ের পর এটি তাদের টানা তৃতীয় হার।
দল হারের বৃত্তে আটকে থাকলেও বল হাতে আলো ছড়িয়েছেন ক্যান্ডি পেসার শরিফুল ইসলাম। ৪ ওভার বল করে ৩২ রান খরচায় ২ উইকেট তুলে নেন এই বাঁহাতি গতিতারকা।
নিজের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন শরিফুল। গল অধিনায়ক নিরোশান ডিকভেলাকে (১২) ফ্লেচারের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান তিনি।
ডাম্বুলার সেরা বোলার মোস্তাফিজ
এরপর ১২তম ওভারে ভানুকা রাজাপক্ষেকে (১৬) বোল্ড করেন শরিফুল। ম্যাচে ক্যান্ডির পক্ষে সবচেয়ে কিপটে বোলিং করার পাশাপাশি সর্বোচ্চ ২ উইকেট ঝুলিতে পোরেন এই পেসার।
উল্লেখ্য, আগে ব্যাটিং করে ক্যান্ডি তুলেছিল ৭ উইকেটে ১৭৫ রান। টার্গেট তাড়া করতে নেমে ১৭ বল আগেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গল।
এর আগে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে এলপিএলে নিজের প্রথম ম্যাচেও দুই উইকেট নিয়েছিলেন শরিফুল। তবে সেই ম্যাচে জোড়া শিকারের জন্য খরচ করেছিলেন ৪৩ রান।