Logo
Logo
×

খেলা

মেজর লিগে নাইট রাইডার্সের জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪, ০৫:৩২ পিএম

মেজর লিগে নাইট রাইডার্সের জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব

যুক্তরাষ্ট্রের মেজর লিগে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের জয়ে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব আল হাসান। শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স মুখোমুখি হয় টেক্সাস সুপার কিংসের বিপক্ষে। 

এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান করে সাকিবদের এলএ নাইট রাইডার্স। দলের হয়ে ৪৫ বলে ৬টি চার আর তিনটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৬৮ রান করেন ভারতীয় তারকা ক্রিকেটার উন্মুখ চান্দ। ১৭ বলে ২৬ রান করেন নীতেশ কুমার। 

বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ১৩ বলে ৩টি বাউন্ডারির সাহায্যে করেন ১৮ রান। এরপর বল হাতে ৩ ওভারে ৩২ রানে ১ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন সাকিব।

১২০ বলে ১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেটে ১০৩ রান করে ভালো পজিশনেই ছিল টেক্সাস সুপার কিংস।

এরপর যুক্তরাষ্ট্রের পেস বোলার আলী খানের গতির মুখে পড়ে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৫০/৮ রানের বেশি করতে পারেনি টেক্সাস সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান ওপেনার ডেভন কনওয়ে।

লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের ১২ রানের জয়ে আলী খান ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন।

খেলা শেষে দলের ফটোশুটে অংশ নেন সাকিব। তার সঙ্গে ছিলেন সতীর্থ ডেভিড মিলার ও আন্দ্রে রাসেল। সেই ছবি আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছে এলএ নাইট রাইডার্স। ছবির ক্যাপশনে লিখেছে, ‘গুড মর্নিং নাইটস আর্মি।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম