ছবি: সংগৃহীত
ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। রোমাঞ্চকর এক ম্যাচ। ইদানিং যদিও এই লড়াইটা অনেকটা হয়ে দাঁড়িয়েছে একেপেশে। যেখানে ভারতের বিপক্ষে কোনোভাবেই পেরে উঠে না পাকিস্তান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছিল পাকিস্তানকেই। তবে এবার ভারতকে হারিয়ে দিয়েছে পাকিস্তান। শুধু হারায়ইনি বরং ভারতকে পাত্তাই দেয়নি পাকিস্তান। জয় তুলে নিয়েছে ৬৮ রানের বিশাল ব্যবধানে।
অবশ্য এমনটা কোনো আন্তর্জাতিক ম্যাচে হয়নি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস লিগে সাবেক ক্রিকেটারদের ম্যাচে ভারতীয় চ্যাম্পিয়ন্সদের সঙ্গে লড়াইয়ে এমন দাপুটে জয় পেয়েছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স। এ নিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় পেল পাকিস্তান। ৬ দলের টুর্নামেন্টে তাদের অবস্থান সবার শীর্ষে।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট খরচায় স্কোরবোর্ডে ২৪৩ রানের বিশাল পুঁজি দাঁড় করায় পাকিস্তান। যেখানে ভারতীয় বোলারদের বিপক্ষে ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে ১৪৫ রান জমা করে ফেলে কামরান আকমল ও শারজিল খান। আকমলের ব্যাট থেকে আসে ৪০ বলে ৭৭ রান। অন্যদিকে শারজিল করেন ৩০ বলে ৭২ রান। শোয়েব মাকসুদ করেন ২৬ বলে ৫১ রান।
জবাব দিতে নেমে ভারতকে ঝড়ো শুরু এনে দিলেও উইকেটে থিতু হতে পারেননি রবিন উথাপ্পা ও আম্বাতি রায়ডু। উথাপ্পা ১২ বলে ২২ রান করে ফেরার পর রায়ডু ফেরেন ২৩ বলে ৩৯ রান করে। ভারতের হয়ে সর্বোচ্চ ৪০ বলে ৫২ রান আসে সুরেশ রায়নার ব্যাট থেকে। শেষ দিকে দ্রুত উইকেট হারালে ম্যাচ থেকে ছিটকে যায় ভারত।
পাকিস্তানের বিপক্ষে ভারতের ইনিংস থামে ৯ উইকেটে ১৭৫ রানে। পাকিস্তানি বোলারদের মধ্যে ৩৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন শোয়েব মালিক। ২২ রান খরচায় ওয়াহাব রিয়াজের শিকার ৩ উইকেট।