Logo
Logo
×

খেলা

জিম্বাবুয়ের সঙ্গেই ভারতের চরম ব্যাটিং বিপর্যয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৮:০২ পিএম

জিম্বাবুয়ের সঙ্গেই ভারতের চরম ব্যাটিং বিপর্যয়

জিম্বাবুয়ের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ভারতের চরম ব্যাটিং বিপর্যয়। বিশ্বকাপ জয়ের এক সপ্তাহ ব্যবধানে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারায় ভারত।

গত মাসের ২৯ জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মা-বিরাট কোহলিরা দেশে বিশ্বকাপ উদযাপনে ব্যস্ত।

বিশ্বকাপের এক সপ্তাহ পরেই জিম্বাবুয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ ছিল ভারতের। যে কারণে দ্বিতীয় সারির একটি দল জিম্বাবুয়ে সফরে পাঠায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

আজ শনিবার শুভমান গিলের নেতৃত্বে জিম্বাবুয়ে সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে ভারত। এদিন টস জিতে প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১১৫/৯ রানে থামায় ভারত। লেগ স্পিনার রবি রবি বিষ্ণু ৪ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট শিকার করেন।

১২০ বলে ১১৬ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ওপেনার অভিষেক শর্মা উইকেট হারায় ভারত। ইনিংসের প্রথম ৫ ওভারে মাত্র ২২ রানে ৪ উইকেট হারিয়ে একঘরে হয়ে যায় ভারত। 

ইনিংসের শুরু থেকেই আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অভিষেক শর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, রায়ান পরাগ, রিংকু সিং, দ্রুব জুরেল, শুভমান গিল, রবি বিষ্ণুই, আভেশ খান ও মুকেশ কুমাররা। 

শনিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় শুভমান গিলের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

টস হেরে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় জিম্বাবুয়ে। ১.১ ওভারে দলীয় ৬ রানে ফেরেন ওপেনার ইনোসেন্ট কায়া। এরপর ৩৬ রানের জুটি গড়ে ফেরেন ব্রায়েন ব্যানেট।

এরপর নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন ওয়েসলি মাধেভেরে, অধিনায়ক সিকান্দার রাজা, জনাথন ক্যাম্পবেল, ডিয়ন মায়ার্স, ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জঙ্গিরা।

ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে ২২ বলে দুই বাউন্ডারিত ২৩ রান করেন ডিয়ন মায়ার্স। ১৫ বল ৫টি বাউন্ডারির সাহায্যে ২২ রান করে ফেরেন ব্রাইন বেনেট। ২২ বলে তিন বাউন্ডারিতে ২১ রান করে ফেরেন ওপেনার ওয়েসলি মাধেভেরে। 

১৫.৩ ওভারে দলীয় ৯০ রানে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন ব্লেসিং মুজারাবানি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম