বাবরের নেতৃত্ব ও অস্ত্রোপচার নিয়ে যা বলছে পিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৮:০৫ এএম
ছবি: সংগৃহীত
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ পাকিস্তান দল। যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে হেরে বিদায় নিতে হয়েছে গ্রুপপর্ব থেকে। যা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে পাকিস্তানে। প্রশ্ন উঠেছে বাবর আজমের নেতৃত্ব নিয়ে। পিসিবি প্রধান মহসিন নকভিও বিশ্বকাপ ব্যর্থতার পর দলে বড় অস্ত্রোপচার চালানোর কথা বলেছিলেন। স্বাভাবিকভাবেই তাই এখন আলোচনাটা হচ্ছে দলে পরিবর্তন নিয়ে। সেই পরিবর্তনের ব্যাপারেই এবার কথা বলেছেন পিসিবি প্রধান। জানিয়েছেন তার ভাবনার কথা।
এরইমধ্যে দলের কোচ ও ম্যানেজারের কাছ থেকে পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার প্রতিবেদন হাতে পেয়েছেন পিসিবি প্রধান। যা নিয়ে তিনি বলেন, ‘আমি তাদের (কারস্টেন এবং মাহমুদ) এখানে আসতে বলেছি কারণ বিশ্বকাপ নিয়ে তাদের প্রতিবেদনের ভিত্তিতে বিস্তারিতভাবে কথা বলতে চাই। কারস্টেন দল সম্পর্কে একটি খুব বিশদ প্রতিবেদন দিয়েছেন। এটি আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করতে আমাদের অনেক সাহায্য করবে।’
বিশ্বকাপ ব্যর্থতার জন্য বাবর-রিজওয়ান-শাহিনকে ‘শাস্তি’ দিচ্ছে পিসিবি!
বাবর আজম কি নেতৃত্বে থাকছেন নাকি তার জায়গায় নতুন কাউকে দেখা যেতে পারে; তা নিয়েও চলছে আলোচনা। তবে এ ব্যাপারে রাগ বা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না বোর্ড। যা নিয়ে নকভি বলেন, ‘বাবর আজমের বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। একজন প্রাক্তন খেলোয়াড় ক্রিকেটের উন্নতির জন্য কী করা দরকার সে সম্পর্কে একটি খুব বিস্তৃত প্রতিবেদন জমা দিয়েছেন। তবে আমি রাগ করে বা সোশ্যাল মিডিয়ায় যা বলা হচ্ছে তার উপর ভিত্তি করে কোনও সিদ্ধান্ত নেব না।’
স্বদেশিদের গালি খেলেও বিদেশি কোচের প্রশংসা পেলেন বাবর
নকভি আরও বলেন, ‘তাড়াহুড়ো এবং রাগ থেকে নেওয়া সিদ্ধান্তগুলি সাধারণত আরও জটিলতার দিকে নিয়ে যায়। আমি আমাদের ক্রিকেটে এটি চাই না। আমি চার মাস ধরে বোর্ডে রয়েছি এবং আমি সবকিছু দেখছি এবং বিশ্বাস করি যে টিম ছাড়াও পিসিবিতে আরও অনেক কিছু করতে হবে। কিন্তু আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাই না।’