Logo
Logo
×

খেলা

টাইগারদের সাবেক বোলিং কোচকে নিয়োগ দিল জিম্বাবুয়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৬:২৮ পিএম

টাইগারদের সাবেক বোলিং কোচকে নিয়োগ দিল জিম্বাবুয়ে

ছবি সংগৃহীত

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেনি জিম্বাবুয়ে।  এর আগে গত বছর ওয়ানডে বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দেশটি। এবার কোচিং স্টাফে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।

কয়দিন আগে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান জাস্টিন স্যামনসকে হেড কোচ হিসেবে ঘোষণা করে সিকান্দার রাজাদের বোর্ড। এবার সাবেক প্রোটিয়া পেসার চার্ল ল্যাঙ্গাভেল্টকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে তারা।

দুই দফায় বোলিং কোচ হিসেবে নিজ দেশ দক্ষিণ আফ্রিকা দলে কাজ করেছেন ল্যাঙ্গাভেল্ট। এর মাঝে ২০১৯ সালের জুলাই থেকে ডিসেম্বরে পর্যন্ত ছিলেন বাংলাদেশের বোলিং কোচ।  দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের দায়িত্ব নিতে টাইগারদের দায়িত্ব ছেড়ে দেন। ল্যাঙ্গাভেল্টকে চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড। এই প্রস্তাবে তখন সায় দেয় বিসিবি।

ল্যাঙ্গাভেল্ট সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে কাজ করেছেন আফগানিস্তানের সঙ্গে। গত বছর ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নাভিন উল হকদের কোচিং স্টাফের সদস্য ছিলেন ল্যাঙ্গভেল্ট। এছাড়া আইপিএলে পাঞ্জাব কিংসের বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

প্রোটিয়াদের জার্সি গায়ে ৬ টেস্ট, ৭২ ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি খেলা ল্যাঙ্গাভেল্ট। চলতি মাসেই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সিরিজ দিয়েই জিম্বাবুয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম