Logo
Logo
×

খেলা

স্বদেশিদের গালি খেলেও বিদেশি কোচের প্রশংসা পেলেন বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৫:০৪ পিএম

স্বদেশিদের গালি খেলেও বিদেশি কোচের প্রশংসা পেলেন বাবর

পাকিস্তানে বাবর আজমের মুণ্ডুপাত করছেন সমর্থকরা। সাবেক ক্রিকেটাররাও ছেড়ে কথা বলছেন না, কেউ তাকে নেতৃত্ব ছেড়ে দিতে বলছেন তো কেউ আবার স্ট্রাইকে রেটে উন্নতি না হলে দলেও জায়গা হারাতে হতে পারে বলে হুঁশিয়ারি দিচ্ছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতার পর বাবর আজম যেন ‘জাতীয় খলনায়ক’-এ পরিণত হয়েছেন।

এই কঠিন সময়ে পাকিস্তানের কেউ পাশে না দাঁড়ালেও অস্ট্রেলিয়ার এক কোচের সমর্থন পেলেন বাবর। বাবরের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করা হলে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা পাওয়ার হিটিং কোচ শ্যানন ইয়ং বলেছেন, ‘সে (বাবর আজম) দারুণ খেলে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার।’

খেলোয়াড়রা যখন কঠিন সময় পার করেন তখন অস্ট্রেলিয়ানরা তাদের মুণ্ডুপাত না করে বরং তাদের পাশে দাঁড়ায় বলে জানান ইয়ং, ‘আমরা তাদের সমর্থন করি। আমরা বলি যে তারা বিশ্বমানের ক্রিকেটার ছিলেন, আবার বিশ্বমানের ক্রিকেটার হবেন। পাকিস্তানের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে তাকে নিয়ে মানুষ কখনো কখনো একটু বেশি আবেগি হয়ে যায়। তবে সব ঠিক হয়ে যাবে।’

বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করল পাকিস্তান

বাবরের প্রশংসা করে ইয়ং আরও যোগ করেন, বাবর অত্যন্ত ভালো মানুষ। একাডেমীর মাধ্যমে ছেলেমেয়েদের ক্রিকেট শেখার প্ল্যাটফর্ম গড়ে দেওয়াতে বাবরকে প্রশংসায় ভাসান এই কোচ।

এদিকে অস্ট্রেলিয়ার হাইপারফরম্যান্স দল এবং তরুণ ক্রিকেটারদের নিয়ে আগামী বছর পাকিস্তান সফরের আশাবাদ ব্যক্ত করেন ইয়ং, ‘আশা করি আগামী এপ্রিলে এই সফর করতে পারব। এখানে (পাকিস্তান) ক্রিকেট খেলার জন্য আশা করি দুয়েকটা ট্যুর আয়োজন করতে পারব।’

তথ্যসূত্র: জিও টিভি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম