২১ বছর পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ, সূচি জানাল পিসিবি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৪:৪৭ পিএম
![২১ বছর পর পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ, সূচি জানাল পিসিবি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/05/image-824534-1720176422.jpg)
ছবি সংগৃহীত
২১ বছর পর দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের মার্চেই এই সিরিজ সম্পর্কে জানায় পিসিবি। এবার সিরিজের সূচি নিশ্চিত করলো বাবর আজমদের বোর্ড। এর আগে ২০০৫ সালে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল পাকিস্তান।
আগামী বছরের মার্চে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে প্রস্তুতি অংশ হিসেবে এই সিরিজ আয়োজন। পাকিস্তানের সঙ্গে অন্য দুই দেশ হলো নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আজ শুক্রবার ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা করেছে পিসিবি।
৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই সিরিজ। সবকয়টি ম্যাচই অনুষ্ঠিত হবে মুলতানে।
সূচি অনুযায়ী, প্রতিটি দল একে অপরের বিপক্ষে ২টি করে ম্যাচ খেলবে। তিন দলের মধ্যে শীর্ষ দুই দলই ফাইনাল খেলবে।
ত্রিদেশীয় সিরিজ সূচি
৮ ফেব্রুয়ারি – পাকিস্তান-নিউজিল্যান্ড, মুলতান
১০ ফেব্রুয়ারি – নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, মুলতান
১২ ফেব্রুয়ারি – পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা, মুলতান
১৪ ফেব্রুয়ারি – ফাইনাল, মুলতান