Logo
Logo
×

খেলা

ব্যর্থতা ঢাকতেই নাকি এসব করছেন পাকিস্তানের তারকা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৮:৩৪ পিএম

ব্যর্থতা ঢাকতেই নাকি এসব করছেন পাকিস্তানের তারকা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হেরে সুপার এইটের আগেই বিদায় নেয় পাকিস্তান।

এর আগে গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপেও প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান। বাবর আজমের নেতৃত্বাধীন দলটির এমন বাজে পারফরম্যান্সের কারণে দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। 

অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফসহ অনেকে।

বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলকে কে নেতৃত্ব দেবেন

এমন সমালোচনার মধ্যেই মোহাম্মদ রিজওয়ানের ওপর তীব্র আক্রমণ করেছেন পাকিস্তানের সাবেক তারকা ওপেনার আহমেদ শেহজাদ। 

সোশ্যাল মিডিয়ায় এক টুইটে তিনি বলেছেন, ‘এটা সত্যিই হতাশাজনক যে কিছু খেলোয়াড় অপ্রয়োজনীয় সাংবাদিক সম্মেলন করছেন এবং ধর্মের কার্ড খেলে বিশ্বকাপে তাদের খারাপ পারফরম্যান্স লুকিয়ে রাখছেন। যখন তারা তাদের ফিটনেস নিয়ে মিথ্যা বলেন এবং যখন তারা স্বীকার করে যে তারা মাঠে অভিনয় করছিলেন, তখন ধর্ম কোথায় যায়? ধর্ম কি আপনাকে অন্যকে ধোঁকা দিতে এবং মাঠে মিথ্যা বলতে শেখায়?’

শেহজাদ আরও লেখেন- ‘মাঠে পারফর্ম করার জন্য আপনাকে অর্থ প্রদান করা হয় এবং এর পরিবর্তে আপনি দলের গ্রুপিংয়ে যোগদান করেন। ধর্ম আমাদের পূর্ণ দৃঢ়তার সঙ্গে আমাদের দায়িত্ব পালন করতে এবং মিথ্যা না বলা শেখায়। এই খেলোয়াড়দের কিছু মুখপাত্র চান যে তাদের আরও একটি সুযোগ দেওয়া উচিত, কিন্তু কেন? এটা পাকিস্তান দল। এটা তাদের ঘরের দল নয় যেখানে তারা খেলতে পারবে। তিনি যদি আরেকটি সুযোগ চান, তিনি নিজের দল গঠন করতে পারেন এবং তার বন্ধুদের সঙ্গে খেলতে পারেন, তবে এখন পাকিস্তান ক্রিকেট দলের জন্য নয়।’

তিনি আরও লিখেছেন- ‘পিসিবি চেয়ারম্যান মহসিন নকভিকে যে বড় অস্ত্রোপচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভুলে যেতে দেব না। পাকিস্তানি দলের কিছু খেলোয়াড় এখন চেয়ারম্যানের বক্তব্যকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছেন, কারণ তারা এটাকে পাত্তা দিচ্ছেন না। তবে আমরা নিশ্চিত করব যে ভক্তরা উত্তর পাবেন এবং এই খেলোয়াড়দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আমরা অবস্থান নিয়েছি এবং এই পাকিস্তানি দল সঠিক পথে না আসা পর্যন্ত আমরা পিছিয়ে যাব না।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম