ফ্র্যাঞ্চাইজি লিগে পাকিস্তানের ১২ ক্রিকেটার, নির্লজ্জ বলছেন শেহজাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ১১:৫৯ এএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাসের অন্যতম ভরাডুবি দেখেছে পাকিস্তান দল। গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছে যুক্তরাষ্ট্রের মত দলের বিপক্ষে হেরে। এমন ভরাডুবির পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। তবে সেই সমালোচনা দূর হওয়ার আগেই দেশটির ১২ ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি দিয়েছে পিসিবি। যা নিয়ে এবার পিসিবির ওপর ক্ষোভ ঝেড়েছেন দেশটির আরেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা ওই ক্রিকেটারদের নির্লজ্জ বলেছেন তিনি।
বিশ্বকাপে এমন ভরাডুবির পরও তারা কীভাবে বিদেশি লিগে খেলতে যায় সেই প্রশ্ন তুলে শেহজাদ বলেন, ‘বিশ্বকাপে অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্সের পর পিসিবি ১২ জন খেলোয়াড়কে সারা বিশ্বের লিগে খেলার অনুমতি দিয়েছে। এই খেলোয়াড়দের কোন লজ্জা নেই; তারা পাকিস্তানের হয়ে পারফর্ম না করলেও এখন তারা যথারীতি লিগ ক্রিকেট খেলবে। পিসিবির এমন সিদ্ধান্ত কি সঠিক?’
বিশ্বকাপ ব্যর্থতার পর পিসিবি প্রধান মহসিন নকভি বলেছিলেন দলে বড় অস্ত্রোপচার চালাবেন তিনি। বিশ্বকাপের পর দলে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে সেটা এখন পর্যন্ত না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন শেহজাদ। ২০১৯ সালে সবশেষ পাকিস্তানের হয়ে খেলা শেহজাদ পিসিবির ওপর ক্ষোভ ঝেড়েছেন এখনও অস্ত্রোপচার না কারায়।
তিনি বলেন, ‘পিসিবি চেয়ারম্যান যে বড় অস্ত্রোপচারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কি হলো? কেন এখনও অস্ত্রোপচার শুরু হয়নি? ম্যানেজার ও প্রধান কোচ ব্যর্থতার প্রতিবেদন দাখিল করেছে। অথচ, খেলোয়াড়দের বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি, কিন্তু কেন? এই খেলোয়াড়রা পাকিস্তানের হয়ে খেলতে কম আগ্রহী এবং শুধুমাত্র লিগ চুক্তির কথা চিন্তা করে।’
শেহজাদ বলেন, ‘আমরা পাকিস্তানে ঘরোয়া ক্রিকেট খেলার জন্য বিভিন্ন লিগের চুক্তি প্রত্যাখ্যান করেছিলাম কিন্তু এই খেলোয়াড়দের কোন লজ্জা নেই। তারা বিশ্বকাপে খারাপ খেলার পরও লিগ খেলার অনুমতি চেয়েছে। যা লজ্জাজনক কাজ। পিসিবি নিশ্চিত করা উচিত যে গ্রুপিংয়ে জড়িত খেলোয়াড়দের দল থেকে সরিয়ে দেওয়া হয়। এই খেলোয়াড়দের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল কিন্তু তাদের কোনো অনুশোচনা নেই। কারণ তারা ভক্তদের অনুভূতির কথা চিন্তা করে না।’