চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত হওয়ার পরও তাসকিন আহমেদকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ সে আস্থার কী অদ্ভুত প্রতিদান-ই না দিলেন এই তারকা পেসার!
ঘুমের কারণে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। তাসকিনের এমন কাণ্ডে মাথা হেঁট হওয়ার জোগাড় বিসিবির।
বিশ্বকাপের সময় এই খবর প্রকাশ না হলেও ভারতীয় ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য উঠে এসেছে।
পরে তাসকিনের ঘুমকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানও। মঙ্গলবার (২ জুলাই) মেজর লিগ ক্রিকেট (এমএলসি) খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে সাকিব বলেন, ‘তাসকিন টস হওয়ার ৫-১০ মিনিট আগে মাঠে গিয়েছে। তখন হয়তো খেলানোর সুযোগ ছিল না। এছাড়া অন্য কারণও থাকতে পারে আমি তা জানি না।’
ঘুমের কারণে ভারতের বিপক্ষে খেলেননি তাসকিন
ঘুমের কারণে মাঠে পৌঁছাতে দেরি হওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন তাসকিন, ‘আমার একটু দেরি হয়েছিল। তবে যেটা বলা হচ্ছে টসের পর গেছি, এটা ভুল। টস হওয়ারও আধঘণ্টা বা ৪০ মিনিট আগে পৌঁছেছিলাম মাঠে।’
ভারতের বিপক্ষে তাসকিনের পরিবর্তে একাদশে সুযোগ পান জাকের আলী অনিক। তবে ঘুমের কারণেই সেই ম্যাচে দলে জায়গা হয়নি তার- এই কথা মানতে নারাজ তাসকিন, ‘টিম বাস আমি মিস করেছিলাম। সকাল সাড়ে ৮টায় ছিল বাস ছাড়ার সময়। বাস ছেড়েছিল ৮টা ৩৫ মিনিটে। আমি ৮টা ৪৩ মিনিটে গাড়িতে করে মাঠে গেছি। মানে বাসের সঙ্গে সঙ্গেই গিয়েছি। পরে পৌঁছেছি। আমাকে যে খেলায়নি, সেটা দেরিতে যাওয়ার জন্য নয়। এমনিই খেলায়নি।’
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তাসকিন। ৬ ম্যাচে বল করে ৮ উইকেট ঝুলিতে পোরেন এই পেসার। এক ম্যাচ বেশি খেলে তার সমান উইকেট পান মোস্তাফিজুর রহমানও।