Logo
Logo
×

খেলা

লারার সঙ্গে বাবরের তুলনায় হেসে খুন হরভজন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৭:৪৪ পিএম

লারার সঙ্গে বাবরের তুলনায় হেসে খুন হরভজন

ব্রায়ান লারা নাকি বাবর আজম-ভারতীয় এক টিভি অনুষ্ঠানে এমন প্রশ্ন শুনে নিজের হাসি আটকে রাখতে পারেননি সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং।  তার হাসির সে ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, প্রথমে লারা এবং সাবেক শ্রীলংকান ক্রিকেটার কুমার সাঙ্গাকারার মধ্যে একজনকে বেছে নিতে বললে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানকে বেছে নেন হরভজন।

কিন্তু পরের প্রশ্নেই লারার সঙ্গে রাখা হয় সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে রাখা হয়। দুই ক্রিকেটারের অর্জন এবং বিশ্ব ক্রিকেটে অবস্থানে আকাশ-পাতাল পার্থক্যের কথা ভেবেই হয়ত নিজের হাসি নিয়ন্ত্রণে রাখতে পারেননি সাবেক এই ভারতীয় স্পিনার।

বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি

এই প্রশ্নের পর হরভজন সেই উপস্থাপককে জিজ্ঞেস করেন, তার কাছে আর কোনো অদ্ভুত তুলনামূলক প্রশ্ন রয়েছে কিনা।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। তারা এই পর্বে যুক্তরাষ্ট্র এবং ভারতের বিপক্ষে হেরে বসে। যদিও পরের দুই ম্যাচে আয়ারল্যান্ড এবং কানাডাকে হারিয়ে দিয়েছিল পাকিস্তান, কিন্তু এরপরও সুপার এইটে জায়গা হয়নি তাদের। গ্রুপ ‘এ’ থেকে তাদের টপকে সুপার এইট উঠে যায় বিশ্বকাপের সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্র।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম