পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতায় যে দুর্বলতা চোখে পড়েছে আফ্রিদির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৩:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ফাইনাল খেলা পাকিস্তান এবার বিদায় নেয় গ্রুপপর্ব থেকেই। হেরে বসে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও। যা নিয়ে দেশে ব্যাপক সমালোচনার মধ্যে দিয়ে যেতে হচ্ছে পাকিস্তানকে। আর এই অবস্থায় অনুসন্ধান করা হচ্ছে ঠিক কি কারণে বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের এই ভরাডুবি। এমন অবস্থায় পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার কারণ নিয়ে মুখ খুলেছেন দলের অন্যতম সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি।
বিশ্বকাপে পাকিস্তান ঠিক কোথায় ভুল করেছিল। আগামীতে ভালো করতে হলে কোথায় ভালো করতে হবে পাকিস্তানকে সে সব নিয়ে লন্ডনে সাংবাদিকদের সঙ্গে নিজের ভাবনা শেয়ার করেছেন আফ্রিদি। এসময় পাকিস্তান দলের বেশ কিছু দুর্বলতার নিয়ে কথা বলেন তিনি।
আফ্রিদি বলেন, ‘শক্তিশালী দল বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করে। কারণ তারা একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে। আর আমার মনে হয় আমাদের কিছু জিনিস সংশোধন করতে হবে। আমরা যদি কঠোর পরিশ্রম করি, ফলাফল আমাদের সাথে থাকবে।’
গ্রুপপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে নাটকীয়ভাবে হেরেছিল পাকিস্তান। আর সেই ভারতই শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। সেই ম্যাচটিও ছিল তুমুল উত্তেজনাকর। তবে দিনশেষে দক্ষিণ আফ্রিকা চাপ সামলে বিশ্বকাপ জিততে পারেনি। যা করে দেখিয়েছে ভারত। তাই ভারতকে বিশ্বকাপ জয়ের যোগ্য দলই মনে হয়েছে আফ্রিদির।
আফ্রিদি বলেন, ‘আমি খেলাটি দেখেছি এবং উপভোগ করেছি। দু’দলই বেশ ভাল খেলেছে, তবে যে দল চাপ সামলাতে পারে সেই দিনশেষে জয়ী হয়। ভারত একটি ভাল ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। তারা বিশ্বকাপ জয়ের যোগ্য দল।’