টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই শ্রীলংকায় উড়াল দিয়েছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়।
আজ লংকান প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী দিনে মাঠে নেমেছেন মোস্তাফিজ এবং তাওহিদ। ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে ডাম্বুলা সিক্সার্সের একাদশে জায়গা পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তাদের দল ডাম্বুলা।
আগামীকাল কলম্বো স্ট্রাইকার্সের হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ। বাংলাদেশের সময় রাত ৮টায় ক্যান্ডির বিপক্ষেই খেলবে তার দল।
শ্রীলংকায় খেলতে গেলেন তাসকিন তাওহিদ মোস্তাফিজ
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন তাওহিদ হৃদয়। ৭ ইনিংসে ব্যাট করে দলের পক্ষে সর্বোচ্চ ১৫৩ রান করেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল ১২৮.৫৭।
অন্যদিকে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন মোস্তাফিজুর রহমানও। ৭ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন, ওভারপ্রতি রান খরচ করেছেন মোটে ৫.৪৬।
উল্লেখ্য, এলপিএলের গত আসরে জাফনা কিংসের জার্সিতে খেলেছিলেন তাওহিদ। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে সেবার নজর কেড়েছিলেন তিনি।