সদ্যই শেষ হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২৯ জুন ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে হয়ে যায় বিশ্বকাপের ফাইনাল। শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয় করে টিম ইন্ডিয়া।
এর আগে ২০০৭ সালের উদ্বোধনী আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবারের বিশ্বকাপে ভেঙে যায় ছক্কার রেকর্ড।
২০২১ সালের অষ্টম আসরে ৪০৫টি ছক্কা হয়েছিল। এবারের আসরে সেই রেকর্ড ভেঙে যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে রেকর্ড ৫১৭টি ছয় হয়েছে। ২১.৩৫টি বল অন্তর একটি করে ছয় হয়। যা সর্বকালীন রেকর্ড।
এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ১৭টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েষ্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। ১৬টি ছক্কা হাঁকান আফগান তারকা রহমানউল্লাহ গুরবাজ।
বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে যে নজির গড়লেন আমির
২০০৯ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেউ সেঞ্চুরির দেখা পাননি। এবারের আসরে সর্বোচ্চ ৯৮ রানের ইনিংস খেলেন ওয়েষ্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান নিকোলাস পুরান। ৯৪ রানে অপরাজিত ছিলেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যারন জোন্স। ৯২ রানে আউট হন ভারতীয় বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা।
২০২১ সালে ইনিংসে চার উইকেট দখলের সংখ্যা ছিল ১৪টি। এবার বেড়ে হলো ১৯টি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫২টি ম্যাচে রেকর্ড ৪৪টি মেডেন ওভার হয়। এর আগে ২০১২ সালে ২৭ ম্যাচে ২১টি মেডেন ওভার হয়েছিল।