![অবসর নেওয়ার পরিকল্পনা ছিল না রোহিতের!](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/07/01/image-822973-1719833187.jpg)
ছবি সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল শেষে পুরস্কার মঞ্চে অবসরের ঘোষণা দেন বিরাট কোহলি। ঠিক পরক্ষণেই সংবাদ সম্মেলনে এসে অবসর ঘোষণা করেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু ওই সময় অবসরের কোনো পরিকল্পনাই নাকি ছিলেন না রোহিত। বিষয়টি নিজেই স্বীকার করেছেন তিনি।
ফাইনাল ম্যাচ শেষে নিজের অবসর ঘোষণায় রোহিত বলেন, ‘এটা ছিল আমারও শেষ ম্যাচ। বিদায় বলার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। আমি এটা (টি–টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি) খুব করে পেতে চেয়েছি। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।’
এবার আসরে দুর্দান্ত ছন্দে ছিলেন রোহিত। সুপার এইটের ম্যাচে তার ৪১ বলে ৯২ রানের ইনিংসেই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দেয় ভারত। আর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ৩৯ বলে ৫৭ রানের ইনিংস। ফর্মের এমন তুঙ্গে থেকেও কেন অবসর নিলেন রোহিত। এমন প্রশ্ন উঠে আসে সংবাদ সম্মেলনে।
জবাবে রোহিত বলেন, ‘আমার পরিকল্পনা ছিল না যে আমি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেব।কিন্তু পরিস্থিতিটা এমন ছিল...আমি ভাবলাম আমার জন্য এটাই সঠিক পরিস্থিতি। বিশ্বকাপ জিতে বিদায় বলার চেয়ে ভালো পরিস্থিতি আর হতে পারে না। এ কারণেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।’
গত আসরের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব হারান রোহিত। এবার এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিলেন তিনি। মুম্বাইকে ৫ বার শিরোপা এনে দেওয়ার পাশাপাশি দেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়েছেন ৩৭ বছর বয়সি রোহিত।
ভারতের জার্সিতে ১৫৯ টি-টোয়েন্টিতে রোহিতের ব্যাট থেকে এসেছে ৪২৩১। যেখানে তার স্ট্রাইকরেটে ১৪০ এর বেশি। কুড়ি ওভারের ফরম্যাটে ৩২ ফিফটির পাশাপাশি রোহিতের সেঞ্চুরি রয়েছে ৫টি।