১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করেছে। শনিবার ভারতীয় ক্রিকেটের কোটি ভক্তের চোখ আটকে ছিল টিভি পর্দায়। রোহিত-কোহলিদের হাতে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরার মুহূর্ত প্রাণভরে উপভোগ করেছেন সমর্থকরা।
অথচ ভারতীয় ক্রিকেট দলের বড় সমর্থক হওয়ার পরও সে ম্যাচ দেখেননি বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন!
কেন ভারতের ম্যাচ দেখেননি অমিতাভ? সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রশ্নের জবাব নিজেই দিয়েছেন এই কিংবদন্তি অভিনেতা, ‘ভারত বিশ্বসেরা। উত্তেজনা, আবেগ, আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। জিতে গিয়েছি। টিভি দেখিনি। টিভি দেখলেই আমরা হেরে যাই।’
রোহিত-কোহলির পর অবসরের ঘোষণা জাদেজার
ভারতের বিশ্বকাপ জয়ের পর দলটির বেশ কয়েকজন ক্রিকেটার আবেগাপ্লুত হয়ে পড়েন। আনন্দ অশ্রু আটকে রাখতে পারেননি তাদের কেউ কেউ। যেমন হার্দিক পান্ডিয়ার সজল চোখের ছবি তো রীতিমত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
শুধু হার্দিকই নন; আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন অমিতাভও, ‘(আমার) চোখে পানি। ভারতীয় ক্রিকেটারদের মতো আমিও কাঁদছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আট ম্যাচের সাতটিতেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর বেশ কয়েকটি টুর্নামেন্টের ফাইনালে খেললেও শিরোপা ধরা দিচ্ছিল না তাদের। অবশেষে আটলান্টিক মহাসাগর পাড়ে পরম আরাধ্য সে শিরোপার দেখা পেলেন রোহিত-কোহলিরা।