Logo
Logo
×

খেলা

ভারতকে বিশ্বকাপ উপহার দিয়ে টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৪, ০১:০০ এএম

ভারতকে বিশ্বকাপ উপহার দিয়ে টি-টোয়েন্টি থেকে কোহলির অবসর

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিরাট কোহলির ৭৬ রানের ম্যাচসেরা ইনিংসে ভর করে ৭ রানের জয় পায় টিম ইন্ডিয়া। 

এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৩ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্টে শিরোপা জিতল ভারত। গত ১৩ বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নশীপ ও টেস্ট চ্যাম্পিয়নশীপ মিলে ৫বার ফাইনালে খেলে হেরে যায় ভারত। 

আজ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ দিনের শিরোপা জয়ের খরা কাটায় টিম ইন্ডিয়া। দলকে শিরোপা উপহার দেওয়ার পর সাবেক অধিনায়ক বিরাট কোহলি বলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলে ফেললাম।

ফর্মে থাকা সত্ত্বেও টি-টোয়েন্টি থেকে অবসরের কারণ সমালোচনা। ফাইনালের আগে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বাজে ফর্মে ছিলেন বিরাট কোহলি। যে কারণে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়। 

ফাইনালের আগে ৭ ম্যাচে কোহলি করেন মাত্র ৭৫ রান। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ৫৯ বলে ৭৬ রানের ম্যাচসেরা ইনিংস খেলে সমালোচনা এড়ান বিরাট। দলকে শিরোপা উপহার দিয়েই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন কোহলি। 

খেলা শেষে ৩৫ বছর বয়সি এই তারকা ওপেনার বলেন, এটাই ছিল আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এই শিরোপা অর্জন করতেই চেয়েছিলাম।আমি দলের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে অবদান রাখতে চেয়েছিলাম।

টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড ১,২৯২ রান করা এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলন, এভাবেই আমি টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চেয়েছিলাম। চেয়েছিলাম দলকে শিরোপা উপহার দিয়েই অবসরে যাব। আমি মনে করি পরবর্তী প্রজন্মের দায়িত্ব নেওয়ার সময় এসেছে। আমার বিশ্বাস কিছু তরুণ তারকা দলকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্ব মঞ্চে ভারতের পতাকা উঁচু করে রাখবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম