Logo
Logo
×

খেলা

বিশ্বকাপে শান্তদের সব ভুলের হিসাব নেবে বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ১০:১৬ পিএম

বিশ্বকাপে শান্তদের সব ভুলের হিসাব নেবে বিসিবি

ভালোমন্দ মিলিয়ে কেটেছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হারের হতাশা নিয়ে বিশ্বকাপে গিয়েও দাপটের সঙ্গে গ্রুপ পর্ব পার করে বাংলাদেশ। তবে সুপার এইটে শক্তিশালী প্রতিপক্ষদের সামনে মুখ থুবড়ে পড়ে দল। আগামী ২ জুলাই পরিচালনা পর্ষদের সভায় বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স মূল্যায়ন করবে বিসিবি। সেই বৈঠকে কোচদের সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়ার সমস্যা নিয়েও আলোচনা হবে।

আজ বনানীতে নিজের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস, ‘টিম ম্যানেজম্যান্ট বলেন, যাদের আমরা কোচিং স্টাফ বোঝাই, তাদের কোনো গাফিলতি আছে কিনা, অথবা খেলোয়াড়দের সঙ্গে তাদের বোঝাপড়ার সমস্যা হচ্ছে কিনা, এটা আমাদের জানা দরকার। তাদের মধ্যে কোনো ব্যবধান ছিল কি না, সেটাও আমাদের জানতে হবে।’

সুপার এইটে ব্যর্থতায় সাকিব-মাহমুদউল্লাহর দায় দেখছেন তাসকিন

বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে টস জিতে বাংলাদেশের ব্যাটিং না নেওয়ার সিদ্ধান্ত অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল। সে সময় সাকিব আল হাসান বলেছিলেন, সিদ্ধান্তটি ছিল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও কোচ চণ্ডিকা হাথুরুসিংহের। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে জালাল ইউনুস যোগ করেন, ‘একটা দল যখন মাঠে নামে, তখন কোচ আর অধিনায়কেরই সিদ্ধান্ত বেশি থাকে। সিদ্ধান্ত একটা নিতেই হয়। ভুলও হতে পারে, ঠিক হতে পারে। এটুকু ঝুঁকি তো নিতেই হয়। এমন কোনো ভুল হয়েছে কিনা, সেটাও দেখা দরকার আছে।’

এদিকে বিশ্বকাপ খেলে দেশে ফেরা ক্রিকেটারদের অনেকেই এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে যাবেন তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে খেলবেন সাকিব আল হাসান। অন্যদিকে রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন খেলবেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে।

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ছাড়পত্র পাওয়া ক্রিকেটারদের আগামী ১০ আগস্টের মধ্যে দেশে ফিরতে হবে জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘গ্লোবাল টি-টোয়েন্টি আর এলপিএলের জন্য অনেককেই বিভিন্ন সময়ের জন্য দেওয়া (ছাড়পত্র) হয়েছে। কিন্তু যাদেরই ছাড়পত্র দেওয়া হয়েছে, তাদের বলা হয়েছে ১০ আগস্টের মধ্যে রিপোর্ট করার জন্য।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম