Logo
Logo
×

খেলা

ভারতের জয়ের জন্য রোজা রাখছেন সমর্থক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৪, ০৭:৫৫ পিএম

ভারতের জয়ের জন্য রোজা রাখছেন সমর্থক

ক্রিকেট নিয়ে ভারতীয়দের উন্মাদনার কথা কে জানে! রোহিত-কোহলিরা যখন ভারতের জার্সিতে মাঠে নামেন, তখন তাদের জয়ের জন্য প্রার্থনায় বসেন কোটি ভারতীয়। নাওয়া-খাওয়া বন্ধ করে টিভি সেটের সামনে বসে যান। ম্যাচের প্রতিটি বল, প্রতিটি শট তাদের আবেগে নাড়া দেয়।

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। গত ১১ বছরে বেশ কয়েকটি ফাইনাল খেললেও শিরোপা ধরা দেয়নি তাদের। এবার সে শিরোপা ঘরে তুলতে নিজেদের সেরাটা মেলে ধরতে তৈরি রোহিত শর্মার দল।

আর ভারত যেন বিশ্বকাপ জয় করতে পারে সেজন্য রোজা রাখছেন সুমিত দাগার নামের এক সমর্থক। দিল্লির এই পাঁড় ভারতীয় ক্রিকেটভক্ত একটি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘সকাল থেকে আমি রোজা রাখছি এবং আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের জয়ের পরই খাওয়া দাওয়া করব। হারের কোনো সুযোগই আমি দেখছি না।’

ফাইনালে কত রান হলে জয় নিশ্চিত, জানালেন দ্রাবিড়

এদিকে সাদ মাজেদ নামের আরেক ভারতীয় সমর্থক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার ঠোঁটে একটি প্রার্থনা, আমি আশা করি দল রাহুল দ্রাবিড়ের জন্য শিরোপা জিতবে। রোহিত সেরা ফর্মে আছেন এবং আমি নিশ্চিত যে তার কাছ থেকে একটি ভালো ইনিংস দলকে একটি স্মরণীয় জয়ের দিকে নিয়ে যাবে। এটা আমাদের আগের শিরোপা হারের ব্যথা ভুলে যেতে সাহায্য করবে।’

শুধু সমর্থকরাই নন, ফাইনালে ভারতকে নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও, ‘আমি মনেপ্রাণে দোয়া করছি (ভারত) ফাইনালে জিতুক।’

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় বার্বাডোজের কেনসিংটন ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম